শাহরুখ খানের কনভয়ের পুরনো ভিডিওকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের ভারত সফরের ভিডিও বলে শেয়ার 

False Social

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে পৌঁছেছেন। ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যে একটি গাড়ির বহর এগিয়ে যাচ্ছে। বহরটি ঘিরে উত্তেজিত জনতা চিৎকার করছে ও ভিড় জমিয়েছে 

ভিডিওটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছনে,”ব্রেকিং নিউজঃ – যুক্তরাষ্ট্রের পাসপোর্ট হাতে পাওয়ার পর টানা ৯ মাস পর মায়ের সাথে দেখা করতে দিল্লি পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। ২০২৩ সালে শাহরুখ খানের কনভয়ের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

https://www.facebook.com/share/v/16MYZnL3v8

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। দেখা যায়, গাড়িগুলোর নম্বর প্লেট ‘MH’ দিয়ে শুরু হয়েছে যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের সংকেত। অর্থাৎ গাড়িগুলো দিল্লির নয় বরং মহারাষ্ট্রের। এই তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ভিডিওতে করা দাবির সত্যতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। 

তারপর, আমরা ভিডিওর স্ক্রিনশটগুলো গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরূপ, এই একই ভিডিওর একটি দীর্ঘ সংস্করণ ভারতের বিনোদনমূলক সংবাদমাধ্যম ‘Boldsky’ এবং সেলিব্রিটি পাপারাজ্জি ‘ভাইরাল ভায়ানী’র ফেসবুক পেজে পাওয়া যায়। ২ নভেম্বর ২০২৩ তারিখে পোস্ট করা পোস্টদ্বয়ের অনুযায়ী, ভিডিওটিতে শাহরুখ খানের কনভয়ের দৃশ্য দেখানো হয়েছে। ওই দিন শাহরুখ খান তার ৫৮তম জন্মদিন পালন করছিলেন। জন্মদিন উপলক্ষে ভক্তরা তার মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’ এর সামনে জড়ো হয়েছিল। ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান জন্মদিন উদযাপন করতে ‘মান্নাত’ থেকে বের হচ্ছেন আর তাকে এক ঝলক দেখতে ভক্তরা তার গাড়ির দিকে ছুটে যাচ্ছে। 

https://www.instagram.com/reel/CzI8fOZqnhC/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

ডিজিটাল মিডিয়া, সংবাদ ও ব্লগিং সাইট ‘ম্যাশেবল’-এর প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে,” শাহরুখ খান জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে ‘মান্নাত’ থেকে বের হওয়ার সময়, তার ভক্তদের উপর পুলিশ লাঠিচার্জ করে।‘ 

ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নাল-এর প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। 

ম্যাশেবল প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৩ সালের ২ নভেম্বর তারিখে বলিউড তারকা শাহরুখ খানের কনভয়ের ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে পৌঁছেছেন বলে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:শাহরুখ খানের কনভয়ের পুরনো ভিডিওকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের ভারত সফরের ভিডিও বলে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *