গাজার শহীদ শিশুদের স্মরনে ইরানে সাদা কাপড়ে মোড়া লাশের প্রতীকী প্রদর্শনের ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল 

False International

৭ অক্টোবর তারিখে শুরু হওয়া ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ মাঝে চারদিন যুদ্ধবিরতির অধীনে থাকলেও যুদ্ধবিরতি শেষ হতে না হতেই দুই পক্ষ থেকেই শুরু হয়েছে জোরকদমে হামলার প্রক্রিয়া। এই সংঘর্ষে এখনও অবধি ৯২০০ প্যালেস্টেনিয়ান এবং ১৪০০ জন ইসরায়েলি প্রান হারিয়েছে। চলমান যুদ্ধের আবহে রাস্তার মাঝে কাফনে মোড়া লাশের মত অনেকগুলো বস্তুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, ফিলিস্তিনের রাস্তায় মৃত লাশের বন্যা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ফিলিস্তিনের জমিনে লাশের বন্যা আল্লাহ তাদের জানি জান্নাতবাসী করেন আমিন 🥺🤲🏾।“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ইরানের রাজধানী ‘তেহরান’-এর ফিলিস্তিন স্কোয়ারে গাজার শহীদ শিশুদের স্মরণে প্রতীকী কাফন প্রদর্শনের ভিডিওকে ভুয়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর স্ক্রিনশটগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, বেশ কয়েকটি টুইটার প্রোফাইলে ভিডিওর ঘটনার উল্লেখ পেয়ে যায়। ১৩ নভেম্বর,২০২৩, তারিখে ছবিটি শেয়ার করে এক টুইটার ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন,”তেহরানে গাজার শিশু শহীদদের স্মরণে, প্যালেস্টাইন স্কোয়ারে প্রতিবাদে কয়েকশত প্রতীকী কাফন প্রদর্শন করা হয়েছে।“ 

এটিকে সূত্র ধরে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনেক প্রতিবেদনেই তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে প্রতীকী কাফন প্রদর্শন করার কথা পেয়ে যায় এবং প্রতিবেদনের বাকি ছবিগুলো ভিডিওর ফ্রেমের সাথে মিলে যায়। 

ইরানের সংবাদ সংস্থা ‘AhlulBayt News’-এর ১৪ নভেম্বর,২০২৩, তারিখের প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে,”তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে গাজার শহীদ শিশুদের স্মরণে প্রতীকী কাফন।“ 

এই প্রদর্শনের অন্যান্য ছবিগুলো নীচে দেখুনঃ 

সংবাদমাধ্যম ‘ইরান ফ্রন্ট পেজ’-এর প্রতিবেদনেও একই কথা জানানো হয়েছে। 

গাজার সমর্থনে ও শহীদ শিশুদের স্মরনে ১৩ নভেম্বরের সন্ধ্যায় তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে সাদা কাপড়ের কাফনে মোড়া লাশের প্রতীকী প্রদর্শিত করা হয়েছিল। এই প্রদর্শনে চার হাজার কাফন পরা লাশ প্রতীকী রাখা হয়েছিল। 

আরও দেখুনঃ 

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিআর্কাইভ 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া সাদা কাফনে মোড়া মৃত লাশের ন্যয় বস্তু গুলো আসলে প্যালেস্টেনিয়ানদের লাশ নয় বরং ইরানে প্রদর্শিত লাশের প্রতীকী।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ইরানের রাজধানী ‘তেহরান’-এর ফিলিস্তিন স্কোয়ারে গাজার শহীদ শিশুদের স্মরণে প্রতীকী কাফন প্রদর্শনের ভিডিওকে ভুয়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:গাজার শহীদ শিশুদের স্মরনে ইরানে সাদা কাপড়ে মোড়া লাশের প্রতীকী প্রদর্শনের ভিডিও বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল

Written By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *