
আকস্মিক বৃষ্টি বা পার্বত্য অঞ্চলে ধ্বস বা ভারতের ত্রিপুরাতে অত্যাধিক বৃষ্টি, কোন না কোন কারন বশত বাংলাদেশে প্রত্যেক বছর বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই বছরও তার বিপরীত হয়নি। আর এই বন্যা পরিস্থিতির জন্য সোশ্যাল মিডিয়া ইউজাররা ভারতের ফারাক্কা বাঁধ বা ত্রিপুরার ডাম্বুরা বাঁধের প্রসঙ্গ তূলে ভারত বিদ্বেষী অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ভিডিও পোস্ট করে থাকে। সম্প্রতি ঠিক এরকমই একটি ভিডিও আমাদের নজরে আসে। দৈত্যাকার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে সেটিকে ফারাক্কা বাঁধের দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ফেসবুক রিল পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এই সেই ফারাক্কা বাধা এটার জন্যই প্রতি বছর বাংলাদেশের হাজার গ্রাম প্লাবিত হয় বন্যার পানিতে। #ফারাক্কাবাধ #ফারাক্কা ইন্ডিয়াফারাক্কাবাধ #।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওতে দেখতে পাওয়া দৈত্যাকার বাঁধটি ভারতের ফারাক্কা নয় বরং চীনের মেইশান বাঁধ।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ফারাক্কা বাঁধ ও পোস্টের ভিডিওতে দেখতে পাওয়া বাঁধের তুলনা করি। তুলনামূলক ফ্রেম থেকে স্পষ্ট হয় যে, ফেসবুক পোস্টের ভিডিওতে দেখতে পাওয়া বাঁধটি ফারাক্কা নয়। তুলনামূলক ফ্রেমটি নীচে দেখুনঃ
তাহলে ভিডিওতে দেখতে পাওয়া বাঁধটি কোথাকার?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওর স্ক্রিনশট গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একটি এক্স পোস্ট ও People’s Daily, China- এর ফেসবুক পোস্ট পাওয়া যায় যেখানে একই রকমের বাঁধের দৃশ্য প্রদর্শিত হয়েছে। যার ক্যাপশনের মাধ্যমে এটিকে চীনের মেইশান বাঁধ বলে চিহ্নিত করা হয়েছে।
https://www.facebook.com/PeoplesDaily/videos/3641548445946312
China Plus সহ CGTN-এর ইউটিউব চ্যানেলেও এটিকে চীনের মেইশান জলাধার বাঁধ বলেই জানিয়েছে।
তাছাড়া, গুগল ম্যাপ্সও নিশ্চিত করে যে ভিডিওতে দেখতে পাওয়া বাঁধটি চীনের মেইশান বাঁধ।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ফেসবুক পোস্টের ভিডিওতে দেখতে পাওয়া জলাধার বাঁধটি ভারতের ফারাক্কা নয় বরং চীনের মেইশান বাঁধ।