যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল যেখানে এক ব্যাক্তিকে মাহাকাশচারীর বেশে মুনওয়াক করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে বাংলাদেশী নভোচারীর চন্দ্রপৃষ্ঠে হাঁটা চলার ভিডিও। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” বাংলাদেশ প্রথমবারের মত চাঁদে নভোচারী পাঠালো, অভিনন্দন বাংলাদেশ। সিকিউরিটির কারণে গোপন রাখা হলেও ফুটেজটি লিক হয়েছে। বাংলাদেশের অলিতে গলিতে সহ-সভাপতির বদলে এমন নভোচারী থাকবে একদিন ❤❤❤।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর তুঙ্গানগর রোডের গর্ত জায়গায় মুনওয়াক করার অভিনয় করার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, ২৩ আগস্ট তারিখে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরন করেছে চন্দ্রযান-৩। অবতরণের সেই মুহূর্তকে লাইভ সম্প্রচারন করা হয়। এই সফলতার মুহূর্তের ছবি ও ভিডিওকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় এমনও কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয় যার সাথে চন্দ্রযান অভিযানের কোনও সম্পর্ক নেই। আমাদের সত্যতা যাচাই গুলো পড়ুন এখানে, এখানে, এখানে

তথ্য যাচাইঃ

ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক অনেক ভিডিও উপস্থাপন পেয়ে যায়। ৩ সেপ্তেম্বর,২০১৯, তারিখে আপলোড করা ‘নিউজ নেশন’-এর উপস্থাপন অনুযায়ী, এটি বেঙ্গালুরুর তুঙ্গানগর রোডের একটি দৃশ্য যেখানে রাস্তায় অনেক গর্ত রয়েছে। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি একজন চিত্রশিল্পী যার নাম বাদল নাঞ্জুনদাস্বামী। তিনি সচেতনতা বাড়াতে এবং সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে গর্তের উপর দিয়ে মুনওয়াক করার অভিনয় করেছিলেন।

দৈনিক ভাস্কর সহ ভারতীয় মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে যে শিল্পী বাদল নাঞ্জুনদাস্বামী তার শিল্পের মাধ্যমে জনসাধারণের সমস্যাগুলির প্রতি সরকার ও কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরিচিত। এর আগেও তিনি একইভাবে তার শিল্প প্রদর্শন করেছেন। মহাকাশচারীর পোশাক পরে, তিনি বেঙ্গালুরুতে রাস্তার গর্তের দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মানুষ তার শিল্প খুব পছন্দ করেছে। অনেকে সড়কে যান চলাচল সরিয়ে তাকে এই ভিডিও সুট করতে সহায়তাও করেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর তুঙ্গানগর রোডের গর্ত জায়গায় মুনওয়াক করার অভিনয় করার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ভারতের বেঙ্গালুরুর রাস্তায় মুনওয়াক করার অভিনয়ের ভিডিওকে বাংলাদেশী নভোচারীর মুনওয়াকের দাবিতে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False