
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে – ঢাকা বিমানবন্দরে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করা হচ্ছে। ২ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্লেনের ওপর একজন কর্মী ব্যাগ খুলে হাত ঢুকিয়ে জিনিসপত্র ঘেঁটে দেখছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ঢাকা ইয়ারপোট থেকে বিমান যাত্রীদের লাকেস থেকে যেভাবে দামী জিনিষ পত্র চুরি করে বিমানের কর্মীরা মানে কামরার! প্রবাসীদেরকে বলছ কামলার,মালাই ভাষা পুকি মা অরাগ।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। থাইল্যান্ডের বিমানবন্দরে ব্যাগ চুরির ভিডিওকে ঢাকার ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলের মাধ্যমে কয়েকটি কি-ফ্রেমে ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল ইউকে’-এর একটি প্রতিবেদন এই ভাইরাল ভিডিওর অনুসন্ধান পাই। ২০১৭ সালে ১৩ অক্টোবর তারিখে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, এটি থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরের ঘটনা। সিঙ্গাপুরের একটি ফ্লাইটে ২৭ বছর বয়সী এই বিমান কর্মীকে যাত্রীদের ব্যাগ থেকে চুরি করতে দেখা যায়। ওই যুবক ব্যাগ থেকে একটি ব্লুটুথ স্পীকার বের করেন এবং পরে তাকে তা ফেরত দিতে হয়।

সংবাদমাধ্যম ‘সিজিটিএন’-এর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাই। ২০১৭ সালের ১৫ অক্টোবর এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। থাইল্যান্ডের বিমানবন্দরে ব্যাগ চুরির ভিডিওকে ঢাকার ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:থাইল্যান্ডের বিমানবন্দরে চুরির ভিডিওকে ঢাকার ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False