
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, একটি বড় বিস্ফোরণে ৬৫০ জন ইজরায়েলি ইহুদী মারা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ছে। আরও দেখা যাচ্ছে যে কয়েকজন লোক মিলে একজনকে বাঁচানোর চেষ্টা করছে। পোস্টটির ক্যাপশনে লেখা আছে “কিছুক্ষণ আগে ইসরায়েলে ইয়াহুদীদের মধ্যে একটি বড় বিস্ফোরণ ঘটেছে, প্রায় ৬৫০ জন ইয়াহুদী মারা গেছে, আলহামদুলিল্লাহ .. তার জন্য আবারও ঈদ মোবারক”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো ও ভিত্তিহীন। ২০২০ সালের ইজিপ্টের একটি বিস্ফোরণের ঘটনাকে ইজরায়েল – ফিলিস্তিন সংঘর্ষের সাথে যুক্ত করে ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। অবশেষে, ২১ মে ইসরায়েল প্রশাসন এবং হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ফেরিফাই’ টুলে কয়েকটি ফ্রেমে ভাগ করে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে “ইজিপ্ট টুডে” নামে একটি সংবাদমাধ্যমের ২০২০ সালের ১৬ জুলাই তারিখের প্রতিবেদনে আমাদের ভিডিওর উল্লেখ পাই। জানতে পারি ইজিপ্টের কাইরোর শহরের ইসলামিয়া রোডে তেলের পাইপ ফেটে এই অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এই বিস্ফোরণে ৩৭টি গাড়ি ও ৩টি মোটর বাইক ভস্ম হয়ে যায়।

রিভার্স ইমেজ সার্চ থেকে “স্কাইনিউজ” নামে আরও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই ঘটনার খবর দেখতে পাই।

এছাড়া ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও চোখে পড়ে। তাদের মধ্যে একটি “গ্লোবালনিউজ” সংবাদমাধ্যমের অফিসিয়াল উইটিউব চ্যানেলে ভাইরাল হওয়া ভিডিওটকে দেখতে পাওয়া যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০২০ সালের ইজিপ্টের একটি বিস্ফোরণের ঘটনাকে ইজরায়েল – ফিলিস্তিন সংঘর্ষের সাথে যুক্ত করে ভাইরাল করা হচ্ছে।