না, ‘বাটা জুতা, পেপসি, স্প্রাইট…’ এগুলি ইজরায়েলি পণ্য নয়
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, কোকা-কোলা, পেপসি, স্প্রাইট ইত্যাদি পানীয়গুলি ইজরায়েলের পণ্য। ছবিতে একটি পোস্টার দেখা যাচ্ছে যেখানে বাটা জুতো, কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা, সেভেন আপ, তাজা চা এবং লেইস-এর ছবি রয়েছে। ছবির ওপরে লেখা রয়েছে “ইসরায়েলি পন্য বর্জন করুন। আমি বর্জন করেছি, আপনি?“ পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “মুসলিমদের রক্তখেকো ইজরায়েল এর পণ্য বয়কট করে নির্যাতিত ফিলিস্তিনী মুসলিমদের পাশে দাড়ান“।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ভাইরাল ছবির কোনও পণ্যই ইজরায়েলি নয়।
উল্লেখ্য, জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে প্যালেস্তাইনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় প্যালেস্তাইনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন প্যালেস্তাইনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। অবশেষে, ২১ মে ইসরায়েল প্রশাসন এবং হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে কিওয়ার্ড সার্চ করে খুঁজে বের করি এই পণ্যগুলি কোন দেশের। খুব সহজেই দেখতে পাই এদের বেশিরভাগই আমেরিকান দ্রব্য। নিচে প্রতিটি দ্রব্যের প্রতিষ্ঠাটা এবং উৎপত্তিস্থল দেওয়া হল।
- বাটা জুতাঃ চেক রিপাবলিকে অবস্থিত বাটা কর্পোরেশন নামে একটি কোম্পানি এই জুতো প্রস্তুত করে।
- স্প্রাইট, কোকা-কোলা ও ফান্টাঃ কোকা-কোলা কোম্পানি হল এই দুই পানীয়র প্রস্তুতকারক। এটি একটি জার্মান সংস্থা। পেপসিকোর মতই এটিও বিখ্যাত একটি আন্তর্জাতিক খাদ্য প্রস্তুতকারক কোম্পানি।
- পেপসি ও লেইসঃ এই দুই বিখ্যাত ঠান্ডা পানীয়র উৎপত্তিস্থল হল আমেরিকা এবং এদের প্রস্তুতকারক হল পেপসিকো।
- সেভেন আপঃ ডক্টর পেপার নামে একটি আমেরিকান কোম্পানি হল সেভেন আপ-এর প্রস্তুতকারক।
- তাজা চাঃ হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড নামে একটি ভারতীয় কোম্পানি এই চা প্রস্তুত করে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ভাইরাল ছবির একটিও ইজরায়েলের পণ্য নয়।