না, ছবিটি সাম্প্রতিক আল আকসা মসজিদ হামলায় উপাসকদের হাত বেঁধে শুইয়ে রাখার ছবি নয়
চলতি মাসের ৫ তারিখ সকালে ইসরায়েলি পুলিশ বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালায়। স্টান গ্রেনেড নিক্ষেপ করে এবং মসজিদে উপস্থিত উপাসকদের মারধর করে। ফিলিস্তিন ও আরব দেশগুলো এই হামলার নিন্দা করেছেন। এই হামলাকে ঘিরেই যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে সাম্প্রতিক আল আকসা মসজিদ হামলার সময় উপাসকদের করুণ অবস্থার দৃশ্য দাবি করে শেয়ার করা হচ্ছে। পোস্টের এই দেখা যাচ্ছে অনেকগুলো লোকের হাত দুটো পেছন থেকে বেঁধে মাদুরের উপরে তাড়া মুখ থুবড়ে শুয়ে রয়েছে। ছবির উপর লেখা রয়েছে, “ভালো নেই আল আকসা।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। ২০২২ সালের এপ্রিল মাসে ইসরায়েলি বাহিনীর দ্বারা আল আকসা মসজিদ অভিযানের সময়ের ছবি সাম্প্রতিক দাবি করে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
এই ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যমে ’24newshd’-এর ২০২২ সালের ২৯ এপ্রিল তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, সেই বছর রমাযান মাসে ইসরায়েলি পুলিশ বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালিয়েছিল এবং সেই অভিযানে ৪২ জন ব্যাক্তি আহত হয়েছিল।
আল জাজিরার ২৯ এপ্রিল,২০২২, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর আল-আকসা মসজিদে হামলা, ৪২ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছিল। আরও পড়ুন এখানে, এখানে
লন্ডন ভিত্তিক সংবাদ ওয়েবসাইট ’MiddleEastEye’-এর ২০২২ সালের প্রতিবেদনেও পোস্টের এই ছবির মত একটি ছবি একই বর্ণনা সহিত পাওয়া যায়।
ইসরায়েলি পুলিশ বাহিনী দ্বারা ২০২২ সালে আল আকসা মসজিদ হামলার দুটি টুইট ভিডিও জেরুজালেমের সংবাদমাধ্যম ’AlQastal News’-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল পাওয়া যায় যেখানে মসজিদের অভ্যন্তরে একই রং-এর মাদুরের উপর হাত বাঁধা অবস্থায় মুখ থুবড়ে লোকজনকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।
তথ্য ও প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল এই ছবিটি সাম্প্রতিক আল আকসা মসজিদ হামলার নয়, ছবিটি এক বছর পুরনো।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ২০২২ সালের এপ্রিল মাসে ইসরায়েলি বাহিনীর দ্বারা আল আকসা মসজিদ অভিযানের সময়ের ছবি সাম্প্রতিক দাবি করে শেয়ার করা হচ্ছে।
Title:না, ছবিটি সাম্প্রতিক আল আকসা মসজিদ হামলায় উপাসকদের হাত বেঁধে শুইয়ে রাখার ছবি নয়
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context