সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ১৯৭১ সালে তোলা চার নারী বাংলাদেশী মুক্তিযোদ্ধার ছবি দাবি করে পোস্ট করা হচ্ছে। দুটি ছবি দিয়ে তৈরি কোলাজ এই ছবিটিতে একটি সাদা কালো এবং রঙ্গিন ছবির ব্যবহার করা হয়েছে। ছবিতে চারজন নারীকে একটি গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে তাদের মধ্যে গাড়ির স্টিয়ারিং হুইল ধরে থাকা মহিলা ছাড়া বাকিদের হাতে বন্দুকও দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ছবি যখন কথা বলে.....‌🔴🌑 চার বাংলাদেশী নারী মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে তোলা তাদের ছবিটি পুনর্নির্মাণ করলেন। বাহন উইলিস জীপটিকেও এখানে অপরিবর্তিত রাখা হয়েছে উৎস : BBC News.।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। ছবির নারীরা মুক্তিযোদ্ধা নয়। ছবিটি একটি পারিবারিক ছবি। কোলাজের প্রথম ছবিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দশ বছর আগের অর্থাৎ ১৯৬১ সালের এবং দ্বিতীয় ছবিটি ২০১৭ সালের, এক পারিবারিক সমাবেশের সময়ে তোলা হয়েছিল।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে সাদা কালো ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Bangladesh Old Photo Archive- নামের ফেসবুক পেজে এই ছবির উল্লেখ পাওয়া। ছবিটি ১৯ জুলাই,২০১৩, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে, “গ্রামে ভ্রমনে নারীরা বন্দুক নিয়ে পোজ দিচ্ছেন। বাংলাদেশ (১৯৬৫)।“

ছবি সৌজন্যে- রেনান আহমেদ-এর প্রোফাইলে এই ছবির সম্বন্ধে তথ্য খুঁজে দেখার চেষ্টা করি। ২৬ আগস্ত,২০২০, তারিখে রেনান আহমেদ এক পোস্টে ২৭টি ছবি শেয়ার করেছিল এবং এই পোস্টের ক্যাপশনে লিখেছিল, “আমাদের দাদী রোকেয়া আহমেদ গতকাল ২৫শে আগস্ট ২০২০ তারিখে মারা গেছেন। অনুগ্রহ করে তাকে আপনার প্রার্থনায় রাখুন।“ এই ২৭টি ছবিতে তিনি তার দাদীর বিভিন্ন ছবি শেয়ার করেছেন সাথে ছবিগুলির সময়কালও উল্লখ করেছেন। এগুলোর মধ্যে ১৯তম ছবিটি ফেসবুক পোস্টের সাদা কালো ছবিটি। ছবিটি ১৯৬১ সালের বলে জানিয়ছে রেনান আহমেদ।

এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর রোকেয়া আহমেদের পুত্রবধূ রিফাত আহমেদ সংবাদমাধ্যম ’নিউজবাংলা’কে জানিয়েছেন, “গাড়িতে বসা চার নারীর স্বামী ও ভাইয়েরা ষাটের দশকের শুরুতে খুলনা অঞ্চলে শিকার করতে গিয়েছিলেন। শিকার শেষে তারা ফেরার পর রান্নাবান্না শেষে এই চার নারী গাড়িটিতে বসে ছবিটি তুলেছিলেন। পুরনো ছবিটি তোলেন রিফাত আহমেদের শ্বশুর তখনকার ধনাঢ্য ব্যবসায়ী ও সৌখিন ফটোগ্রাফার আলাউদ্দিন আহমেদ।“

কোলাজে ব্যবহৃত রঙিন ছবিটির ব্যাপারে তিনি জানান, “আমার বড় ছেলের বিয়ের সময় আমরা দুই পরিবারের পুরনো সব ছবি এনে আবার ছাপিয়েছিলাম। সবাই তাদের প্রশংসা করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এইভাবে আমরা ২০১৭ সালে এই চিত্রটির আগে এবং পরে একটি তৈরি করেছি যেখানে চারটি মহিলা উপস্থিত রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আয়েশা আহমেদ, রোকেয়া আহমেদ, রাশিদা আহমেদ এবং শাহনারা আহমেদ।“

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভাইরাল ছবির নারীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা নয়। পারিবারিক ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ছবির নারীরা মুক্তিযোদ্ধা নয়। ছবিটি একটি পারিবারিক ছবি। কোলাজের প্রথম ছবিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দশ বছর আগের অর্থাৎ ১৯৬১ সালের এবং দ্বিতীয় ছবিটি ২০১৭ সালের, এক পারিবারিক সমাবেশের সময়ে তোলা হয়েছিল।

Avatar

Title:১৯৭১ সালে তোলা বাংলাদেশ নারী মুক্তিযোদ্ধার ছবি ? জানুন ভাইরাল ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False