
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে সম্প্রতি মৃত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মেয়ের সামনে হয়ে নতজানু হয়ে তার বাবার মৃত্যুর জন্য ক্ষমা চাইছেন নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ছবিতে দেখা যাচ্ছে মাস্ক পড়ে নতজানু হয়ে বসে আছেন বাইডেন এবং তার সামনে একটি ছোট বাচ্চা দাড়িয়ে রয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “পুলিশের নির্যাতনে নিহত হওয়া জর্জ ফ্লয়েডের সন্তানের কাছে ক্ষমা চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ❤❤ আইনের শাসন কতটা শক্তিশালী হলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী প্রেসিডেন্ট এভাবে একটা বাচ্চার কাছে হাটু গেড়ে বসে ক্ষমা চাইতে পারে। আর আমাদের দেশে??”
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। জো বাইডেন যে শিশুটির সামনে বসে আছেন তার নাম হল ‘সি জে ব্রাউন’ এবং সে নিহত জর্জ ফ্লয়েডের কন্যা নয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে ক্রমাগত হাঁটুর চাপে ঘাড়ে ও পিঠে সংকোচনের কারণে শ্বাসরুদ্ধ হয়ে প্রান হারান আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েড। মিনিয়াপলিসের এক পুলিশ অফিসার নিরস্ত্র ফ্লয়েডকে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে ঘাড় চেপে ধরেন। আট মিনিটের উপর একই ভাবে হাঁটুর চাপে শ্বাসরোধে মৃত্যু হয় ফ্লয়েডের।
তথ্য যাচাই
প্রথমেই ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে জানতে পারি ছবিতে যে বাচ্চাটির সামনে জো বাইডেন নতজানু হয়ে বসে আছেন তার নাম হল সি জে ব্রাউন। এই শিশুটি জর্জ ফ্লয়েডের মেয়ে নয়। সংবাদমাধ্যম ‘আউটলুক’র একটি প্রতিবেদনে এই ছবিটিকে খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন লেখা রয়েছে,
“ডেমোক্রেটিক রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী এবং প্রাক্তন উপ–রাষ্ট্রপতি জো বাইডেন মিশিগানের ডেট্রয়েটে ‘থ্রী থার্টিন’ নামের দোকানে নিজের নাতি নাতনির জন্য কেনাকাটার জন্য যান এবং সেখানে সি জে ব্রাউনের সাথে কথা বলেন”।

এরপর কিওয়ার্ড সার্চ করে সংবাদ সংস্থা ‘রয়টার্স’র ওয়েবসাইটে এই ছবিটি খুঁজে পাই। ছবির ক্যাপশন থেকে উপরোক্ত তথ্যই পাওয়া যায়। সঙ্গে আরও জানতে পারি এই ছবির চিত্রগ্রাহকের নাম লিয়া মিলিস।

কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই জো বাইডেন তার ইন্সতাগ্রাম আকাউন্ট থেকে ১৫ সেপ্টেম্বর এই ছবিটি শেয়ার করেন। ছবির লোকেশন দেওয়া রয়েছে ডেট্রয়ট, মিশিগান।
এরপর এই ছবির চিত্রগ্রাহক লিয়া মিলিসের টুইটার আকাউন্ট খুঁজে পাই। দেখতে পাই তিনি এই ছবির অপব্যবহার নিয়ে অবগত এবং ছবির শিশুটি যে জর্জ ফ্লয়েডের মেয়ে নয় তা স্পষ্ট করে দুটি টুইটও করেন তিনি। প্রথম টুইটে বলেন,
“আজ বিভিন্ন দেশে ভুয়া খবরের একটি অদ্ভুত ঘটনায় আমার তোলা ছবিটি চারদিকে প্রচারিত হচ্ছে এই দাবি করে যে নির্বাচিত রাষ্ট্রপতি জো বিডেন নির্বাচনের পরে জর্জ ফ্লয়েডের কন্যার কাছে ক্ষমা চেয়েছেন।“
“৯ সেপ্টেম্বর ডেট্রয়টে এই ছবিটি ক্যামেরাবন্দি করি আমি। বাইডেন মিশিগানের ডেট্রয়েটে ‘থ্রী থার্টিন’ নামের দোকানে নিজের নাতি নাতনির জন্য কেনাকাটার জন্য যাওয়ার সময় সি জে ব্রাউনের সাথে কথা বলেন।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। জো বাইডেন যে শিশুটির সামনে বসে আছেন তার নাম হল ‘সি জে ব্রাউন’ এবং সে নিহত জর্জ ফ্লয়েডের কন্যা নয়।

Title:অপ্রাসঙ্গিক ছবি শেয়ার করে ভুয়া দাবিঃ জর্জ ফ্লয়েডের কন্যার কাছে ক্ষমা চাইছেন জো বাইডেন
Fact Check By: Rahul AResult: False