
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিটন দাসের ছবি যুক্ত একটি গ্রাফিক্স পোস্টে স্ট্যাম্পিং করার একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ক্রিকেট ইতিহাসে সবথেকে দ্রুততম স্টাম্পিং করলেন লিটন দাস। সাথে দাবি করা হচ্ছে, এর আগে দ্রুততম স্টাম্পিং করার খেতাব ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির নামে যা তিনি করেছিলেন ০.১৬ সেকেন্ডে এবং ০.১৪ সেকেন্ডে স্ট্যাম্পিং করে তার এই রেকর্ড ভাঙলেন লিটন দাস।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ক্রিকেট ইতিহাসে সবথেকে দ্রুততম স্টাম্পিং এম.এস ধনি ০.১৬ সেকেন্ড লিটন দাস ০.১৪ সেকেন্ড 🔥।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সবথেকে দ্রুততম স্টাম্পিং করার খেতাব রয়েছে ধোনির নামে। ভুল তথ্য সহ বিভ্রান্তিকর দাবি ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট | আর্কাইভ |
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, বিশ্বাসযোগ্য কোন সংবাদ পত্রিকায় লিটন দাসের সবথেকে দ্রুততম স্ট্যাম্পিং করার খবরের উল্লেখ পাইনা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্রুততম স্ট্যাম্পিং করার মত একটি বড় খবর কোন প্রতিবেদনেই না পেয়েই সন্দেহের তৈরি হয়।
তারপর আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সমস্ত মিডিয়া রিলিজের অফিসিয়াল অ্যাকাউন্ট সহ বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও এই দাবির কেন্দ্রিক টুইট পোস্ট খুঁজে দেখি। এখানেও আমরা এই দাবির কোন পোস্ট পাইনা, যা আমাদের অনেকটা নিশ্চিত করে ভাইরাল পোস্টের দাবিটি মিথ্যে হওয়ার সম্ভাবনা বেশি।
ভাইরাল ফেসবুক পোস্টে প্রদত্ত রিঅ্যাকশন টাইম- ০.১৪ সেকেন্ড ?
ফেসবুক পোস্টে উইকেট রক্ষক ও ব্যাটারের জার্সি দেখেই বোঝা যাচ্ছে উইকেট রক্ষক ও ব্যাটার যথাক্রমে বাংলাদেশ ও ইংল্যান্ডের খেলোয়াড়। এটিকে সুত্র ধরে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যে খেলা শেষ ম্যাচের হাইলাইট ভিডিওটিতে ফেসবুক পোস্টের এই দৃশ্যটি খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, হুবহু এই দৃশ্যটি খুঁজে পেয়ে যায়। ১০ মিনিট ৩৫ সেকেন্ডের দীর্ঘ এই ভিডিওর ৫ মিনিট ২৮ সেকেন্ডের মুহূর্তে দেখা যাবে স্ট্যাম্পিং করার এই দৃশ্য। এখানে রিঅ্যাকশন টাইমের কোন ফ্রেম দেখতে পাওয়া যায়না। এখান থেকে স্পষ্ট হয় যে, রিঅ্যাকশন টাইমের ফ্রেমটি নিশ্চয় সম্পাদিত করে জুড়ে দেওয়া হয়েছে।
নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্রুততম স্ট্যাম্পিংঃ
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্রুততম স্ট্যাম্পিং করার খেতাব রয়েছে মাহিন্দ্রা সিং ধোনির নামে। ২০১৮ সালে ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি টিম ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ’কিমো পল’কে ০.০৮ সেকেন্ডে স্ট্যাম্পিং করে এই খেতাব নিজের নাম করেছিলেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম স্ট্যাম্পিং করারও খেতাব রয়েছে মাহিন্দ্রা সিং ধোনির নামে। ০.০৯ সেকেন্ডে অস্ট্রেলিয়ান খেলোয়াড় মিচেল মার্সকে স্ট্যাম্পিং করে আউট করেছিলেন।
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, দ্রুততম স্ট্যাম্পিং করার যে তথ্য গুলো এই ফেসবুক পোস্টে দেওয়া রয়েছে তা ভুল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সবথেকে দ্রুততম স্টাম্পিং করার খেতাব রয়েছে ধোনির নামে। ভুল তথ্য সহ বিভ্রান্তিকর দাবি ভাইরাল করা হচ্ছে।

Title:০.০৮ সেকেন্ডে স্ট্যাম্পিং করে সবথেকে দ্রুততম স্ট্যাম্পিং করার খেতাব রয়েছে মাহেন্দ্রা সিং ধোনির নামে
Fact Check By: Nasim AkhtarResult: False