<strong>বিধ্বস্ত বাড়ির ভাইরাল এই ছবিটি সাম্প্রতিক নিউজিল্যান্ড ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয় </strong>
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নিউজিল্যান্ডে সাম্প্রতিক ভুমিকম্প হামলায় বিধ্বস্ত বাড়ির ছবি।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তুরস্কের পর এবার নিউজিল্যান্ড!! আল্লাহ্ সবাইকে রক্ষা করুন। News Source: NTv।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি শেয়ার করা এই ছবিটি নিউজিল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্প হামলার সাথে সম্পর্কিত নয়। ২০১০ সালে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে আঘাত হানা ভুমিকম্পে বিধ্বস্ত বিল্ডিঙের ছবি সাম্প্রতিক দাবি করে শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সম্পর্কহীন ছবি, ভিডিও শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ’দ্য গার্ডিয়ান’-এর ২২ জুন,২০১১, তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পেয়ে যায়। প্রতিবেদন অনুযায়ী, ক্রাইস্টচার্চ শহরটিতে আঘাত হানা ভূমিকম্পের পরে সেখানের ঘরবাড়ি গুলোকে পরিত্যক্ত করা হবে বলে জানিয়েছিলেন তৎকালীন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী ’জন কি’।’জন কি’ জন কী ঘোষণা করবেন যে, প্রায় ৫০০০টি বাড়ি ভেঙে ফেলা হবে এবং পুরো শহরতলিতে বসবাসের অযোগ্য ঘোষণা করা হবে কারণ যে জমিতে তারা নির্মিত হয়েছে সেটি সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারিতে তীব্র ভূমিকম্পের পরে যথেষ্ট স্থিতিশীল নয়।
উপরিউক্ত, ২২ জুন,২০১১, তারিখের দ্য গার্ডিয়ানের প্রতিবেদনটি ছিল সংশোধিত প্রতিবেদন। আসলে, বিধ্বস্ত বিল্ডিঙের এই ছবিটি ২০১০ সালের। ২০১০ সালের ৪ সেপ্টেম্বরের সকাল ৪;৩৫ নাগাদ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে রিখটর স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানা দিয়েছিল। যার ফলে, সেখানকার বিল্ডিংগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি ও বাসিন্দাদের আহত হওয়ার খবর সামনে এসেছিল।
দ্য গার্ডিয়ান প্রতিবেদন | আর্কাইভ |
আরও বিস্তারিত পড়ুন এখানে।
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, বিধ্বস্ত বাড়ির ভাইরাল এই ছবিটি সাম্প্রতিক নিউজিল্যান্ড ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ২০১০ সালে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে আঘাত হানা ভুমিকম্পে বিধ্বস্ত বিল্ডিঙের ছবি সাম্প্রতিক দাবি করে শেয়ার করা হচ্ছে।
Title:বিধ্বস্ত বাড়ির ভাইরাল এই ছবিটি সাম্প্রতিক নিউজিল্যান্ড ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়
Fact Check By: Nasim AResult: Missing Context