মেসির ইংরেজিতে কথা বলার ভাইরাল এই ভিডিওটি AI নির্মিত 

False Sports

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিওনেল মেসির একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মেসি ইংরেজিতে কথা বলছেন। ৪২ সেকেন্ডের এই ভিডিওতে মেসিকে ইংরেজিতে কথা বলতে শোনা যাচ্ছে। ক্যাপশনে লেখা হয়েছে,” আমিতো অবাক,,,😳😳 ১৭ বছর পরে লিওর মুখে ইংরেজি শুনলাম,,,😊😊 লিও মেসি যখন ইংরেজিতে কথা বলেন, আপনিও শোনোন,,,😍😍😍 Leo Messi 🐐 #pn1743 #ভালবাসি_লিও_মেসি ❤❤ “  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। আসলে তিনি স্প্যানিশ ভাষাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। AI টুলকে কাজে লাগিয়ে মেসির মুখে ইংরেজি কথা বলার এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহন করেছিলেন লিওনেল। সেই হিসেবে তার মাতৃ ভাষা স্প্যানিশ। তার পাশাপাশি তিনি ‘কাটালান’ ভাষায় দক্ষতা অর্জন করেছেন। এই দুই ভাষা ছাড়া অন্য ভাষায় তার দক্ষতা নেই।  

তথ্য যাচাই 

ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, বিভিন্ন চ্যানেলে এই ভিডিওটি পেয়ে যায়। আন্তর্জাতিক ফুটবল সংস্থা গুলোর কভারেজের জন্য নিবেদিত ইউটিউব চ্যানেল ‘গোল’-এর চ্যানেলে এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,” লিও মেসি প্রথমবার ইংরেজি বলেন (এআইকে ধন্যবাদ)।“ 

ESPN FC-এর ইউটিউব চ্যানেলেও ভিডিওটিকে AI নির্মিত বলে জানানো হয়েছে। 

উপরোক্ত তথ্যগুলোকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে CNN সহ বেশ কিছু স্প্যানিশ প্রতিবেদনে এই ভিডিওর উল্লেখ পেয়ে। CNN-এর এই প্রতিবেদনে জানানো হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে মেসিকে ইংরেজি ভাষায় কথা বলার এই ভিডিওটি তৈরি করেছেন আর্জেন্টিনার এই বিশেষজ্ঞ জাভি ফার্নান্ডেজ। 

এটিকে সূত্র ধরে জাভি ফার্নান্ডেজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিও সংক্রান্ত তথ্য খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, তার এক্স (টুইটার) প্রোফাইলে শেয়ার করা মিলে। ভিডিওটি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়েছিলেন ভিডিওটি AI নির্মিত। 

এই সমস্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, মেসির ইংরেজিতে কথা বলার এই ভিডিওটি AI নির্মিত। 

মেসি আসলে কোন ভাষায় উত্তর করছিলেন ? 

সংবাদ সাক্ষাৎকারের পুরো সময়টাই তিনি স্প্যানিশ ভাষায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ইন্টার মিয়ামিতে যোগদানের পর এটা ছিল তার প্রথম সংবাদ বৈঠক। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। আসলে তিনি স্প্যানিশ ভাষাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। AI টুলকে কাজে লাগিয়ে মেসির মুখে ইংরেজি কথা বলার এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

Avatar

Title:মেসির ইংরেজিতে কথা বলার ভাইরাল এই ভিডিওটি AI নির্মিত

Written By: Nasim A 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *