
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, সৌদি খেলোয়াড় ইয়াসির আল শাহরানি মৃত্যু বরন করেছেন। পোস্টের ছবিতে সৌদি খেলোয়াড় ইয়াসির আল শাহরানি কে গুরুতর চোট অবস্থায় দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন সৌদি
রব বনাম আর্জেন্টিনার খেলার সময়.. সৌদির গোলকিপারের হাটুর সাথে আঘাত খাওয়া ইয়াসির ভাই আজ বিকালে জার্মানির এক হসপিটালে না ফেরার দেশে চলে গেলেন 😭😭😭 আল্লাহ যেনো ইয়াসির ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন।আমিন—/😭 “
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। ইয়াসির আল শাহরানির মারা যাওয়ার খবরটি ভুয়া। তিনি সুস্থভাবে বেঁচে আছেন।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ এর সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলা সংঘটিত হয়েছিল ২২ নভেম্বর তারিখে। ২-১ গোলে জয় অর্জন করেছিল আরব দল। এই ম্যাচে সৌদি দলের ডিফেন্ডার আল শাহরানি এবং গোলকিপার আল ওয়াইসের সাথে সংঘর্ষে আল শাহরানি গুরুতর ভাবে আহত হয় এবং স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে দোহা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আমরা প্রথম সৌদি আরব ফুটবল দলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই দাবি কেন্দ্রিক কোন পোস্ট করা হয়েছে কি না খুঁজে দেখার চেষ্টা করি। সৌদি দলের ভেরিয়াফাইড আকাউন্ট থেকে ২৩ অক্টোবর তারিখে আল শাহরানির একটি ভিডিও মেসেজ শেয়ার করে জানিয়েছে, সৌদি জনগণের কাছে ইয়াসির আল-শাহরানির একটি বার্তা।“ ভিডিওতে শাহরানি বলছেন- “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমি ঠিক আছি, আমার জন্য প্রার্থনা করুন এবং জয়ের জন্য অভিনন্দন। এই ভিডিও বার্তাটি তিনি দোহা মেডিক্যাল থেকে দিয়েছিলেন।“
সেই দিন সন্ধ্যাতেও একটি টুইট করে করে জানিয়ছে, আল শাহরানি এখন সুস্থ অবস্থায় রয়েছে। আরও চিকিৎসার জন্য তাকে রিয়াদের কিং আব্দুল আজিজ সিটিতে স্থানন্তরিত করা হয়েছে। দেখুন
সেই দিন রাতে একটি টুইট করে জানিয়ছে, কিং আব্দুল আজিজ সিটিতে তার তার অগ্ন্যাশয়ের একটি অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৭ নভেম্বর তারিখে আরেকটি টুইট করে জানিয়েছে, আল আল-শাহরানির দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছে। আরব নিউজ প্রতিবেদন
তার অবস্থা স্থিতিশীল মনে করে হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ নভেম্বর তারিখ তাকে হসাপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে। বলে জানিয়েছে সৌদি আরব ফুটবল দল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ইয়াসির আল শাহরানির মারা যাওয়ার খবরটি ভুয়া। তিনি সুস্থভাবে বেঁচে আছেন।

Title:কাতার বিশ্বকাপঃ আর্জেন্টিনার বিপক্ষে খেলার সময় গুরুতরভাবে আহত সৌদি খেলোয়াড় ইয়াসির আল শাহরানি মারা যাওয়ার খবরটি ভুয়া
Fact Check By: Nasim AkhtarResult: False