
ব্রাজিলের পতাকা হাতে দাড়িয়ে থাকা শেখ হাসিনার একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী ব্রাজিলের সমর্থক। পোস্টের এই ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রাজিলের পতাকা হাতে এক স্টেজে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সমর্থক।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাড়িয়ে থাকা ছবিকে প্রযুক্তির সহায়তায় বিকৃত করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

তথ্য যাচাই
ভাইরাল এই ছবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, খুব সহজেই ভাইরাল এই ছবির আসল রুপ পেয়ে যাই। সংবাদমাধ্যম ’দি ডেইলি নিউ ন্যাশন’-এর ৩১ আগস্ট,২০১৭, তারিখের প্রতিবেদনে স্পষ্ট লক্ষ্যনীয় যে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাড়িয়ে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন সময়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ত্রেলিয়ার টেস্ট ক্রিকেট ম্যাচ সংঘটিত হয়েছিল। সেই ম্যাচটি ২০ রানে জয় করেছিল বাংলাদেশ দল। এই জয়ের পর গ্যালারীতে জাতীয় পতাকা হাতে ম্যাচ জয়ের আনন্দ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী।

সংবাদমাধ্যম ’দি এসিয়ান এজ’-এর প্রতিবেদনেও একই দৃশ্য এবং ব্যাখ্যা সহ প্রকাশিত করা হয়েছে।
নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল এই ফেসবুক পোস্টের ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের নয়, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাড়িয়ে রয়েছে। প্রযুক্তির সহায়তায় সম্পাদিত করে বাংলাদেশের জাতীয় পতাকার জায়গায় ব্রাজিলের পতাকা করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দাড়িয়ে থাকা ছবিকে প্রযুক্তির সহায়তায় বিকৃত করে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:কাতার বিশ্বকাপঃ প্রধানমন্ত্রী সেখ হাসিনা ব্রাজিলের জাতীয় পতাকা হাতে নিজের সমর্থন ব্যক্ত করছেন ? জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Altered