
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিভিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জেরুজালেমের আল-আকসা মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য মানুষের জোয়ার নেমেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মসজিদের বড় গেট দিয়ে হাজার মানুষ ভেতরে ঢুকছে।
জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়ার কথা জানিয়ে গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। অবশেষে, ২১ মে ইসরায়েল প্রশাসন এবং হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়।
ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে “আল-আকাসা মসজিদে জুম্মার নামাজ পড়ার দৃশ্য😍…”।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং ভিত্তিহীন। পুরনো একটি ভিডিওকে জেরুজালেমের আল- আকসা মসজিদের দৃশ্য দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
তথ্য যাচাই
ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলে কয়েকটি ফ্রেমে ভাগ করে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে রিভার ইমেজ সার্চ করি। ফলাফলে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাই। ২০২০ সালের ২ সেপ্টেম্বর ‘Ahlebait 110’ নামে একটি চ্যানেল থেকেই এই ভিডিওটি আপলোড করা হয় যার শীর্ষকে লেখা রয়েছে “কারবালায় আশুরা”। অর্থাৎ, কারাবালায় অশুরা উদযাপনের ভিডিও এটি।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই ‘ইরাকি ডিজাইনার’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে ২০২০ সালের ৩১ অগস্ট এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওর লোকেশন দেওয়া রয়েছে ‘ইরাকের কারাবালা শহরের ইমাম হুসেন মাজার সংলগ্ন মসজিদ’।
আল-আকসা মসজিদের বিষয়ে বিষদে জানতে এই ভিডিওটি দেখুন। এই ভিডিও দেখতে স্পষ্টভাবে বোঝা যায় ভাইরাল ভিডিওর মসজিদটি আল-আকসা মসজিদ নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। পুরনো একটি ভিডিওকে জেরুজালেমের আল-আকসা মসজিদের দৃশ্য দাবি করে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।

Title:না, এটি জেরুজালেমের আল-আকসা মসজিদে জুম্মার নামাজের ভিড় নয়
Fact Check By: Rahul AResult: False