দেব-এর ’ব্যোমকেশ দুর্গ রহস্য’ পরিচালনা করছেন না পরিচালক সৃজিত মুখার্জি

False Social

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি গ্রাফিক্স শেয়ার করে দাবি করা হচ্ছে যে, দেবের চলচিত্র ’ব্যোমকেশ দুর্গ রহস্য’ পরিচালনা করবেন সৃজিত মুখার্জি। গ্রাফিক্স এই পোস্টে লেখা হয়েছে, সৃজিত মূখার্জি পরিচালনা করবেন ‘দূর্গরহস্য’ নিয়ে সিনেমা। যেখানে ব্যোমকেশ চরিত্রে প্রথমবারের মতো দেখা যাবে দেব কে। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। দেবের ’ব্যোমকেশ দুর্গ রহস্য’ পরিচালনা আমি করছি না, বলেছেন সৃজিত মুখার্জি। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

উল্লেখ্য, টলিউডে ১৭ বছর পূর্তির খবর জানিয়ে মহানায়ক খেতাব জয়ী অভিনেতা দেব তার পরবর্তী চলচিত্রের নাম ঘোষণা করেন। তার পরবর্তী চলচিত্রের নাম হল ’ব্যোমকেশ দুর্গ রহস্য’। এই চলচিত্রে কে পরিচালনা করবেন এবং আর কোন অভিনেতা, অভিনেত্রী কাজ করবেন সেই ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছেন অভিনেতা। 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা অভিনেতা দেব সহ পরিচালক সৃজিত মুখার্জির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই দাবি কেন্দ্রিক পোস্ট খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, অভিনেতার টুইটার প্রোফাইলের টুইট থেকে জানা যায় তার পরবর্তী চলচিত্র ’ব্যোমকেশ দুর্গ রহস্য’-এর অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। তার অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেও কিছুই মেলেনি। 

তারপর আমরা পরিচালক সৃজিত মুখার্জির টুইটার প্রোফাইল ঘেঁটে দেখি। ফলে একটি টুইট খুঁজে পাই যেখানে এক টুইটার ব্যবহারকারী তাকে জিজ্ঞেস করেছিলেন, ’দাদা, এটা তুমি কি পরিচালনা করছো ?’। তার এই টুইটের প্রতিউত্তরে তিনি জানিয়েছেন, “না।“ 

আরেক টুইটের প্রতি উত্তরে গম্ভীরভাবে জানিয়েছেন, “না, একদমই না। আমি এটি পরিচালনা করছি না।“ 

আর্কাইভ টুইট 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। দেবের ’ব্যোমকেশ দুর্গ রহস্য’ পরিচালনা আমি করছি না, বলেছেন সৃজিত মুখার্জি।    

Avatar

Title:দেব-এর ’ব্যোমকেশ দুর্গ রহস্য’ পরিচালনা করছেন না পরিচালক সৃজিত মুখার্জি

Fact Check By: Nasim Akhtar  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *