
আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারতের পরাজয়ের পর থেকে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের একাংশ সোশ্যাল মিডিয়াই নিজেদের খুশি,আনন্দ প্রকাশ করে। যার ফলে ভারত-বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মাঝে মন কষাকষির পরিবেশ তৈরি হয়েছে। এই আবহে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশি রুগীকে ভারতের হাসপাতালে ভর্তিতে বাঁধা দিচ্ছে ভারতীয়রা। ১ মিনিট ৩০ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ব্যাক্তি মাটিতে পেতে রাখা চটের উপর শুয়ে রয়েছে এবং সেই বৃদ্ধের ছেলে নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে এক ডাক্তারবাবুর সাথে কথা বলছেন এবং তাদেরকে ঘিরে রয়েছে জনগণের একটি ভিড়। বাংলাদেশি হওয়াই একত্রিত জনগণ পশ্চিমবঙ্গের হাসপাতালে ভর্তি হতে বাঁধা দিচ্ছেন এবং অপরপক্ষে, ডাক্তার বাবু বোঝানোর চেষ্টা করছেন রুগী কোন দেশ থেকে এসেছেন তা দেখে চিকিৎসা করা তার কর্তব্য নয়। তাই তিনি বৃদ্ধ রুগীকে হাসপাতালে ভর্তি করাতে চাইছেন কিন্তু লোকের ভিড় তাতে অসহমতি ব্যাক্ত করছেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতে চিকিৎসা করাতে গিয়ে বৃদ্ধ বাবাকে নিয়ে বিপাকে সন্তান ! চিকিৎসা করাতে দিচ্ছে না ! ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে সমর্থন করায় বাংলাদেশিদের উপর ক্ষেপেছে ভারতীয়’রা !“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। স্ক্রিপ্টেড ভিডিওর কয়েক মিনিটের অংশ বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হয়েছে।
তথ্য যাচাই
ভিডিওর আসল উৎস খুঁজতে ফেসবুকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ১২:৪৫ মিনিটের দীর্ঘ আসল ভিডিওটি ‘Comedy Processing Unit’- নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। ৪ ডিসেম্বর তারিখে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে,” বাংলাদেশি, বলে “হাসপাতালেও জায়গা নেই!! #viralvideo #newpost #Bangladesh।“ ১২:৪৫ সেকেন্ডের দীর্ঘ এই ভিডিওর ৯:০৮ মিনিটের পরের থেকে ১:৩০ মিনিটের ভিডিও ক্লিপটি ভাইরাল ফেসবুক পোস্টের অংশ।
ভিডিওর ঠিক ১৮ সেকেন্ডের মুহূর্তে ডিসক্লেইমার দিয়ে লেখা হয়েছে,”ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এর মানে কাউকে আঘাত করা নয়…..এবং এটাকে সিরিয়াসলি নিবেন না……..।“

‘Comedy Processing Unit’ নামের এই ফেসবুক পেজটি আকর্ষণীয় বিনোদনমুলক ভিডিওর জন্য খ্যাত। এই পেজ থেকে পোস্ট করা অন্যান্য ভিডিওগুলো দেখতে ক্লিক করুন এখানে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। পরিকল্পিতভাবে তৈরি নাটকীয় ভিডিওকে আসল ঘটনা দাবিতে শেয়ার করা হচ্ছে।

Title:বাংলাদেশি বলে ভারতের হাসপাতালে ভর্তিতে বাঁধা দিচ্ছে ভারতীয়রা ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Written By: Nasim AkhtarResult: False