
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে চারজন অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহন করালেন ডাঃ জাকির নায়ক। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে ধর্ম প্রচারক জাকির নায়ককে এক স্টেজে দাড়িয়ে এবং সেই স্টেজেই দাড়িয়ে রয়েছে চারজন যুবক আর সাদা ধবধবে পাঞ্জাবী জাতীয় পোশাক পরে দাড়িয়ে আছে আরেকব্যাক্তি। শোনা যাচ্ছে আরবি ভাষায় কয়েকটি বাক্য এবং তারপরেই আবার ইংরেজিতে কয়েকটি বাক্য।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “কাতার বিশ্বকাপে ডাঃ জাকির নায়েকের প্রথম বক্তৃতায় চারজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। জাকির নায়কের উপস্থিতিতে চারজনের ইসলাম ধর্ম গ্রহন করার এই ভিডিওটি ২০১৬ সালের।
উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। এই খেলা শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ ২০ নভেম্বর তারিখ থেকে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর ১৮ তারিখে। কাতারের মোট ৮টি স্টেডিয়ামে সম্পন্ন হবে বিশ্বকাপের সব খেলা গুলো। খেলার আপডেট নিতে ক্লিক করুন এখানে।
জাকির নায়ক একজন ইসলাম ধর্মপ্রচারক। ফিফা বিশ্বকাপের মধ্যে ইসলাম প্রচারের জন্য জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছে কাতার।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই ভিডিওর আসল তথ্য পেয়ে যায়। পোস্টের এই হুবহু এই ভিডিওটি কাতারের সাংবাদিক ’জাবের আল হারমি’ ২০১৬ সালের ২৭ মে তারিখে টুইট করেছিলেন। টুইটের ক্যাপশনের মাধ্যমে তিনি জানিয়েছেন, “কাতারে ডাঃ জাকির নায়েকের বক্তৃতার পর ৪ জন তাদের ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে।“
এই সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করলে সংবাদমাধ্যম ’আল জাজিরা মুবাশের (Aljazeera Mubasher)’-এর ফেসবুক পেজে অন্য দিক থেকে রেকর্ড করা ভাইরাল পোস্টের ভিডিওর দীর্ঘ সংস্করণটি পাওয়া যায়। ভিডিওটি ২০১৭ সালের ২৭ মে তারিখে পোস্ট করে জানানো হয়েছে- ইসলাম ধর্ম প্রচারক “ডাঃ জাকির নায়েক”-এর বক্তৃতার পর তার সামনে চারজন তাদের ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এই ভিডিওর ৪;১৩ মিনিটের পর থেকে ভাইরাল ভিডিওর অনুরুপ অংশ দেখা যাবে। দেখুনঃ
আল জাজিরা মুবাশের-এর ইউটিউব চ্যানেলেও অন্য অ্যাঙ্গেল থেকে রেকর্ড করা ভাইরাল পোস্টের ভিডিওটি ২০১৬ সালে আপলোড করে একই তথ্য জানানো হয়েছে।
নীচে তুলনুলক ফ্রেমটি দেখুনঃ

তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, ভাইরাল ভিডিওটি কাতারে আয়োজিত ফিফা ২০২২ বিশ্বকাপের সাথে কনরকম ভাবেই সম্পর্কিত নয়। চার যুবকের ইসলাম ধর্ম গ্রহনের ভিডিওটি ২০১৬ সালের।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া ও ভিত্তিহীন। জাকির নায়কের উপস্থিততে চার যুবকের ইসলাম ধর্ম গ্রহনের ভিডিওটি ২০১৬ সালের, ফিফা বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়।

Title:জাকির নায়কের সভায় চার যুবকের ইসলাম ধর্ম গ্রহনের ভাইরাল এই ভিডিওটি সম্প্রতির নয়
Fact Check By: Nasim AkhtarResult: False