জল নিয়ে ব্যঙ্গ করার ট্রাম্পের পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার 

False International

২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির (CCS) বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ছিল পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক প্রতিনিধিদের দেশে ফেরত পাঠানো এবং ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করা। এই সিদ্ধান্তের পর থেকেই পাকিস্তানে সম্ভাব্য জল সংকট নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে জল নিয়ে ব্যঙ্গ করছেন। ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্প ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “সাহায্য করুন, আমার জলের প্রয়োজন।” এরপর তিনি একটি বোতল থেকে পানি ছিটিয়ে পান করেন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ডোনাল্ড ট্রাম পাকিস্তানকে ট্রল করছে জল নিয়ে Help me I need water #reelsvideo #RamNavami2025 #বাঘেশ্বর #reelsvideo #হর_হর_মহাদেব #ramnavamifestival #highlight #highlight#india।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি জল নিয়ে ট্রাম্পের পাকিস্তানকে ব্যাঙ্গ করার দাবিটি ভুয়ো। ২০১৬ সালে টেক্সাসের এক সভায় ট্রাম্প ২০১৩ সালের একটি ঘটনার জন্য মার্কো রুবিওকে উপহাস করার ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, জনসমাবেশে ট্রাম্প কর্তৃক জল নিয়ে ব্যাঙ্গ করার এই ভিডিওকে অনেক সংবাদ উপস্থাপন পেয়ে যায়। ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারিতে আপলোড করা ‘CBS News’-এর উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”ডোনাল্ড ট্রাম্প ২০১৩ সালে মার্কো রুবিওর পানির বোতল কাণ্ড নিয়ে উপহাস করেন।“ এই ভিডিওটি ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের সময় টেক্সাসে এক নির্বাচনী সমাবেশের। 

NBC News’, CNN-এর ভিডিও উপস্থাপনেও একই তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, ২০১৩ সালে মার্কো রুবিওর “পানির বোতল কাণ্ড” একটি বিখ্যাত ও ভাইরাল কাণ্ড যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। ঘটনাটি ঘটে যখন মার্কো রুবিও, যিনি তখন রিপাবলিকান দলের একজন উদীয়মান নেতা এবং ফ্লোরিডার সিনেটর, প্রেসিডেন্ট বারাক ওবামার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের প্রতিক্রিয়া (rebuttal) দিচ্ছিলেন। সেই গুরুত্বপূর্ণ টেলিভিশন ভাষণের মাঝপথে হঠাৎ তিনি পাশে রাখা একটি পানির বোতল দিকে ঝুঁকে দ্রুত পানি খান। অনেকেই মনে করেছিলেন যে তিনি চাপে পড়ে গিয়েছিলেন বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্দো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জল নিয়ে ট্রাম্পের পাকিস্তানকে ব্যঙ্গ করার দাবিটি ভুয়া। ২০১৬ সালে টেক্সাসে এক সভায় ট্রাম্পের মার্কো রুবিওকে ২০১৩ সালের একটি ঘটনার জন্য উপহাস করার ভিডিওটি বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হচ্ছে, যেন তা পাকিস্তানকে লক্ষ্য করে করা হয়েছে। 

Avatar

Title:জল নিয়ে ব্যঙ্গ করার ট্রাম্পের পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার

Fact Check By: Nasim Akhtar  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *