পুরনো ও অপ্রাসঙ্গিক ছবিকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় চার RAW সদস্য দাবি করে শেয়ার 

False International

সম্প্রতি ভাইরাল একটি পোস্টকার্ডে দেখা যাচ্ছে কয়েকজন সেনা সদস্য চার ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সামনে কিছু বস্তা পড়ে আছে। যা যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দাবি করা হচ্ছে, এই চারজন নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘RAW’-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের গ্রেফতার করেছে। 

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতীয় র এর অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখলে দেশের সার্বভৌমত্বের জন্য  হুমকি, এদের শিকড়  তুলতে হবে এই দেশ থেকে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। ২০২৪ সালে নেত্রকোনায় ধৃত অবৈধভাবে ভারতীয় চিনি পাচারকারী ৪ ব্যক্তির ছবিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘RAW’-এর সদস্য দাবি করে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করার জন্য প্রথমেই গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে ‘বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ভারতীয় গোয়েন্দা গ্রেফতার’ এই সম্পর্কিত বিভিন্ন কীওয়ার্ড দিয়ে খোঁজ করি। অনুসন্ধানে, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়না। যা থেকে ধারনা হয় যে, এই খবরটি ভিত্তিহীন হওয়ার সম্ভাবনা বেশি। 

তারপর, আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ছবিকে ঘিরে নেত্রকনা জার্নাল (আর্কাইভ), আমার সংবাদ (আর্কাইভ), ডেইলি ইনকিলাবের (আর্কাইভ) মত গণমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ১২ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, নেত্রকোণায় সেনাবাহিনী একটি টিম জেলার দূর্গাপুরের আত্রাই খালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ জন চিনি চোরাচালানকারীকে আটক করেছে। আটককৃত চিনির আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি চোরাকারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার জন্য আটককৃত ৪ চোরাকারবারি নাম প্রকাশ করা হয়নি। পরে, ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ আটককৃত ৪ জন চোরাচালানকারীকে ৩১ বিজিবি এর নিকট হস্তান্তর করা হয়। কোন প্রতিবেদনেই ছবির ব্যক্তিগুলোকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘RAW’-এর সদস্য বলে উল্লেখ করা হয়নি। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৪ সালে নেত্রকোণায় অবৈধভাবে ভারতীয় চিনি পাচারের অভিযোগে ধৃত ৪ ব্যক্তিকে, ভারতীয় গোয়েন্দা সংস্থার-এর সদস্য হিসেবে প্রচার করা হচ্ছে। 

Avatar

Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ছবিকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় চার RAW সদস্য দাবি করে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *