জয়া আহসানের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনয়ন পাওয়ার খবরকে ভুয়া দাবির সাথে শেয়ার

International Missing Context Politics

বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার করে খবর পরিবেশন করায় পারদর্শী বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে এবং ওয়েব পোর্টাল। তিল কে তাল করে এমনভাবে শীর্ষক লেখা হবে যে আপনি বাধ্য হবেন ক্লিক করে প্রতিবেদন পড়তে কিন্তু ভিতরে গিয়ে দেখবেন কিছুই নেই। সম্প্রতি এমনই একটি প্রতিবেদন শেয়ার করে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গে মনোনয়ন পেলেন অভিনেত্রী জয়া আহসান। থাম্বনেলে দেখা যাচ্ছে একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে দাড়িয়ে আছে জয়া আহসান এবং অন্যদিকে অভিনেত্রীর একটি ছবি রয়েছে। শিরোনাম এবং থাম্বনেল দেখে আপনার মনে হবে রাজনৈতিক কোনও পদের মনোনয়ন পেয়েছেন জয়া কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গ নির্বাচন শিরোনামে রয়েছে ওপাড়ের সমস্ত সংবাদ মাধ্যমগুলিতে।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং ভিত্তিহীন। ভারতের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্মফেয়ারে জয়া আহসানের মনোনয়ন পাওয়ার ঘটনাকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। 

Bangladesh Claim.png
ফেসবুক পোস্টআর্কাইভ

প্রসঙ্গত, অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশের সাথে সাথে ভারতেও বেশ জনপ্রিয়। অনেকগুলি ভারতীয় ছবিতে তিনি অভিনয় করেছেন এবং পুরস্কারও জিতেছেন। 

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই গুগলে কিওয়ার্ড সার্চ দিয়ে শুরু করি। সংবাদমাধ্যম ‘সময় টিভি’র একটি প্রতিবেদন থেকে জানতে পারি, ২০২১ সালের ২৯ মার্চ পশ্চিমবঙ্গের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্মফেয়ারে ‘রবিবার’ এবং ‘বিজয়া’ ছবির জন্য দুটি মনোনয়ন পান। এই খবরকেই সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর শিরোনামের সাথে শেয়ার করা হচ্ছে। ভাইরাল প্রতিবেদনেও একই কথা লেখা রয়েছে কিন্তু শুধুমাত্র ক্লিক পাওয়ার উদেশ্যে ভুয়া থাম্বনেল ব্যবহার করা হয়েছে। 

Somoy.png
প্রতিবেদনআর্কাইভ

এরপর সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র ১ এপ্রিলের প্রতিবেদন থেকে জানতে পারি এই দুটি মনোনয়নে বিজয়ী হন তিনি এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার পান।

এছাড়া, থাম্বনেলটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র ২০২১ সালের ২৬ মার্চের একটি প্রতিবেদনে এর সন্ধান পাওয়া যায়। জানতে পারি, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষ উপলক্ষে দু’দিনের সফরে বাংলাদেশে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে এসে তিনি ক্রিকেটার সাকিব আল হাসান সহ বিভিন্ন বাংলাদেশী অভিনেতা অভিনেত্রীদের সাথে দেখা করেন।

Jaya Ahsan.png
প্রতিবেদন আর্কাইভ

অর্থাৎ, এর থেকে স্পষ্ট হয়ে যায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনয়ন পাওয়ার খবরকে ভুয়া দাবির সাথে শেয়ার করে ফেক নিউজ ছড়ানো হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত পোস্টটি ভুল। ভারতের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্মফেয়ারে জয়া আহসানের মনোনয়ন পাওয়ার ঘটনাকে বিভ্রান্তিকর দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:জয়া আহসানের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মনোনয়ন পাওয়ার খবরকে ভুয়া দাবির সাথে শেয়ার

Fact Check By: Rahul A 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *