
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইউক্রেন হামলায় চিনুক হেলিকপ্টার ব্যবহার করছে রাশিয়া। পোস্টের ৭ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি দৈত্যাকার হেলিকপ্টার মাটি থেকে কয়েকটি বড় বড় আকারের ট্রাককে হুকের সাহায্যে তুলছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ইউক্রেনের সেনাঘাটিতে রাশিয়ার ভয়ংকর বিমান হামলা!উঠিয়ে নিয়ে যাচ্ছে শক্তিশালী যুদ্ধ ট্যাংকার গাড়ি।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। ২০১৮ সালে নেদারল্যান্ডে সামরিক বাহিনীর ডাচ CH-৪৭ চিনুক হেলিকপ্টার প্রশিক্ষণের পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কয়েকটি কি-ফ্রেমে ভেঙ্গে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে খুব সহজেই এই ভিডিওর আসল তথ্য খুঁজে পাই।
সামরিক বাহিনী কেন্দ্রিক ইউটিউব চানেল ’মিলিটারি আর্কাইভে’ এই ভিডিওটি ২০১৯ সালের ৫ আগস্ট তারিখে আপলোড করা হয়েছে। শিরোনামে লেখা রয়েছে, “ভারী ডেলিভারি” ডাচ CH-47 চিনুকস স্লিং লোড প্রশিক্ষণ।“ প্রত্যেক বছর নেদারল্যান্ড সরকার বিভিন্ন দেশের সামরিক বাহিনীকে আমন্ত্রন করে এক প্রশিক্ষণের আয়োজন করে। বার্ষিক সম্মিলিত এই প্রশিক্ষণের নাম হল ফ্যালকন। ভাইরাল এই ভিডিওটি ২০১৮ সালে আয়োজিত ফ্যালকন সমাবেশের। ডাচ CH-47 নামের এই চিনুক হেলিকপ্টারের এই ভাইরাল ভিডিওটি ওই সমাবেশেরই অংশ।
’ডেইলি মোশন’-এর পোর্টালেও এই ব্যাখ্যা সহ আপলোড করা হয়েছে।
ফটোগ্রাফার “কুইনস”-এর একটি পোস্টেও এই ভিডিওকে নেদারল্যান্ডের ফ্যালকন ২০১৮ জানিয়ে ১৯ অক্টোবর, ২০১৮ তারিখে পোস্ট করেছে।
তথ্য ও প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় ভাইরাল এই ভিডিওটির রাসিয়া-ইউক্রেন বিবাদের সাথে কোন সম্পর্ক নেই। নেদারল্যান্ডে সামরিক বাহিনীর ডাচ CH-৪৭ চিনুক হেলিকপ্টার প্রশিক্ষণের পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৮ সালে নেদারল্যান্ডে সামরিক বাহিনীর ডাচ CH-৪৭ চিনুক হেলিকপ্টার প্রশিক্ষণের পুরনো ভিডিওকে রাশিয়া-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:রুশ-ইউক্রেন সংঘর্ষঃ নেদারল্যান্ড সামরিক প্রশিক্ষণের ভিডিওকে ভুয়া দাবির সাথে ভাইরাল
Fact Check By: Nasim AResult: False