৫ অক্টোবর তারিখ থেকেই ভারতের মাটিতে শুরু হয়েছে পুরুষ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ ইতিমধ্যে ভারত পৌঁছে গিয়েছে বাংলাদেশ দল। ১৫ খেলোয়াড়ের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের। দলের মধ্য বর্গে কাকে খেলানো বা কীভাবে খেলা পরিচালনা করবে অধিনায়ক সাকিব তা নিয়ে অধিনায়ক ও প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের আলাপচারিতায় মত বিরোধের খবর সামনে এসেছে এবং তা নিয়েই সোশ্যাল মিডিয়া সহ জনগণের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। এই প্রসঙ্গে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার একটি ভিডিও ক্লিপ বেশ শেয়ার করা হচ্ছে ফেসবুকে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, রোহিত শর্মা, সাকিব আল হাসানকে দোষারোপ করছেন। ভিডিওতে রোহিত শর্মাকে দলের খেলোয়াড়দের কোথায়, কিভাবে ব্যবহার করা ঠিক বা বেঠিক সেই সম্পর্কে কিছু কথা বলছেন।

ক্যাপশনে লেখা হয়েছে,”এবার ইন্ডিয়ান প্লেয়ার রোহিত শর্মা সাকিব আল হাসান কে ধুয়ে দিলো ইন্টারভিউ তে বললো ওপেনার কে এনে অন্য নাম্বারে খেলানো পাগলামি ছাড়া আর কিছু'ই না।“ এবং দাবি করা হচ্ছে

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। সাংবাদিক বৈঠক রোহিত শর্মার বক্তব্যকে প্রসঙ্গ ছাড়াই শেয়ার করা হয়েছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

পোস্টের ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায় যে এই সাংবাদিক বৈঠকে রোহিতের সাথে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বিসিসিআই-এর চেয়ারম্যান কমিটির সদস্য অজিত আগারকার উপস্থিত ছিলেন। এই তথ্যকে মাথায় রেখে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করতেই দীর্ঘ সময়ের সাক্ষাৎকারের ভিডিওটি পেয়ে যায়। এশিয়া কাপ কেন্দ্র করে এই সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়েছিল। ICC বিশ্বকাপে নিজ দলের খেলোয়াড়দের কাকে কোন জায়গায়, কার কি ভুমিকা থাকবে সেই সম্পর্কে কথা বলছিলেন রোহিত শর্মা। ভিডিওর কোথাও বাংলাদেশের কোন খেলোয়াড়ের কথা বলতে শোনা যায়নি রোহিত ও অজিত আগারকারের মুখে। ২৩ মিনিট ৩৭ সেকেন্ড দীর্ঘ এই বৈঠকের ১৮ ৪৫ মিনিটে ফেসবুক পোস্টের মন্তব্যটি শূনতে পাওয়া যাবে।

ICC ক্রিকেট বিশ্বকাপে বিভিন্ন দলের স্কোর সহ অন্যান্য তথ্য পেতে নজর রাখুন এই সাইটে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। রোহিত শর্মার ভিডিও ক্লিপটি প্রসঙ্গ ছাড়ায় শেয়ার করা হয়েছে। ভিডিওতে তিনি নিজ দলের খেলোয়াড়দের কথা বলছিলেন, বাংলাদেশ দলের নয়।

Avatar

Title:সাকিবকে নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মন্তব্য ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False