ফিলিস্তিনি সৈন্যের শহীদ হওয়ার আগের মুহূর্তের ভিডিও ? জানুন ভিডিওর সত্যতা
সম্প্রতি চলমান ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। একটি ভিডিও যেখানে এক যুবককে সৈন্যের পোশাকে দেখা যাচ্ছে শেয়ার করে সেটিকে ফিলিস্তিনি সৈন্যের ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের রিল ভিডিওতে দেখা যাচ্ছে যুবক কিছু কথা বলছেন যার অর্থ ইংরেজি সাবটাইটেলের আকারে স্ক্রিনে ভেসে উঠছে। ইংরেজি সাবটাইটেল অনুযায়ী, রণক্ষেত্র থেকে তার আর ফেরা হবে না। তিনি তার আম্মা এবং ভাইকে খুব ভালবাসে বলে নিজের আবেগ প্রকাশ করছেন। ভাইকে তাদের মায়ের দেখাশোনা এবং নিজের জীবন আনন্দে কাটানোর কথা বলছেন এবং শেষে অশ্রুভরা চোখে গুডবাই জানাচ্ছেন।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ‘ডায়ালিং’ নামের শর্টফিল্মের দৃশ্যকে ফিলিস্তিনি সৈন্যের দাবিতে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
ভাইরাল এই ভিডিও সম্পর্কিত তথ্য পেতে প্রথমে আমরা ফেসবুকে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, এই একই ভিডিও ২০২১ সালেও পোস্ট করা মিলে। যা থেকে কার্যত স্পষ্ট হয়ে যায় ভিডিওটি চলমান ইজরায়েল-ফিলিস্তিন সংঘাতের সাথে সম্পর্কিত নয়।
ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওটি Dubai International Film Festival-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যা ২০১৫ সালের ২৪ নভেম্বর তারিখে আপলোড করা হয়েছে।
প্রসঙ্গত, ‘ডায়ালিং’ যার আসল নাম ‘Jare al atsal’ একটি ইরাকি শর্টফিল্ম যার নির্দেশক বাহা-আল- কাদিমি। সৈন্যের পোশাকে থাকা যুবক অভিনেতার নাম মানহাল আব্বাস। প্রমাণ থাকা সত্ত্বেও, একজন মহিলা যুদ্ধের মধ্যে তার সন্তানের মৃত্যু মেনে নিতে অস্বীকার করে। তিনি একটি মোবাইল ফোন ব্যবহার করার জন্য জোর দেন এবং ছেলের সন্ধান চালিয়ে যান।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ডায়ালিং’ নামের শর্টফিল্মের দৃশ্যকে ফিলিস্তিনি সৈন্যের দাবিতে শেয়ার করা হচ্ছে।
Title:ফিলিস্তিনি সৈন্যের শহীদ হওয়ার আগের মুহূর্তের ভিডিও ? জানুন ভিডিওর সত্যতা
Written By: Nasim AkhtarResult: False