মোদি সরকারকে আক্রমণ করে দেওয়া ভারতীয় সাংসদের ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়

False International

ভারত-পাকিস্তানের সংঘর্ষের প্রেক্ষিতে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পর উভয় দেশ থেকেই সাংবাদিক সম্মেলন করা হয়েছে। দুই দেশই দাবি করেছে যে, তারাই এই সংঘর্ষে বিজয়ী হয়েছে। এই সার্বিক প্রেক্ষাপটে ভারতের সংসদ ভবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক সাংসদ শিশুদের খেলা ‘কিত কিত’-এর উদাহরণ টেনে মোদি সরকারকে ব্যঙ্গ করছেন। দাবি করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে পরাজয়ের পর ভারতের নাগরিকরাও প্রধানমন্ত্রীর উপহাস করছেন। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”পাকিস্তানের সাথে শোচনীয় পরাজয়ের কারনে নিজেদের ভারতীয়রাও মোদির সাথে মজা করছে। ভারতীয় পার্লামেন্টে বিরোধীদের কিত্ কিত্ কিত্ বলে ট্রল করছে সময় যখন খারাপ হয় আপন পর আর থাকে না সবাই মজা লয়।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভারতীয় সাংসদের মোদী সরকারকে আক্রমনের এই ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি বিগত বছরের ২ এপ্রিলের। 

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, ভারতীয় সংবাদ সংস্থা ‘ANI News’-সহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২ জুলাই,২০২৪, তারিখে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মজার ‘কিত-কিত’ খোঁচায় লোকসভায় বিজেপি সদস্যরা হেসে লুটোপুটি।“ যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়। 

ভিডিওতে যিনি ‘কিত কিত’ খেলার উদাহরণ টেনে মোদি সরকারকে ব্যঙ্গ করেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রতিনিধি। তার পুরো বক্তব্যের ভিডিওটি ‘সাংসদ টিভি’র ইউটিউব চ্যানেলে দেখা যায়।

এই বক্তব্য তিনি ১৮তম লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের প্রতি কৃতজ্ঞতা প্রস্তাবের সময়, ২ জুলাই প্রদান করেছিলেন। ওই ভাষণে তিনি মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছিলেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া নিয়ে সরাসরি আক্রমণ করেন। তিনি উল্লেখ করেছিলেন, বর্তমান এনডিএ সরকারের অস্তিত্ব এখন দুই প্রধান মিত্র—নীতীশ কুমারের জেডিইউ ও চন্দ্রবাবু নাইডুর টিডিপি—এর সমর্থনের উপর নির্ভরশীল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোদি সরকারকে আক্রমণ করে দেওয়া এই বক্তব্যের ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২৪ সালের ২ এপ্রিল তারিখের, যা ১৮তম লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের প্রতি কৃতজ্ঞতা প্রস্তাবের সময় দেওয়া হয়। 

Avatar

Title:মোদি সরকারকে আক্রমণ করে দেওয়া ভারতীয় সাংসদের ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *