চলতি মাসের ১৪ তারিখ অর্থাৎ ১৪ আগস্ট তারিখে জামায়াতে ইসলামী দলের পিরোজপুর ১ আসনের প্রাক্তন সাংসদ, ইসলামী পণ্ডিত ও বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর সামনে আসার পর থেকে তাকে ঘিরে বিভিন্ন ধরনের পোস্ট সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল করা হচ্ছে। রাস্তা ভর্তি বিশাল জনগণের ভিড়ের একটি ভিডিও শেয়ার করে সেটিকে দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের জানাজার নামাজে উপস্থিত লোকজন বলে দাবি করা হচ্ছে। ভাইরাল এই রিল ভিডিওতে রাস্তা ভর্তি লোকের ভিড়কে সশব্দে নির্দিষ্ট একদিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে।

ভিডিওর উপরে লেখা হয়েছে,”সাইদি হুজুরের জানাজার জন্য কত মানুষ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমীন।“ এবং ক্যাপশনে লেখা হয়েছে,”দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের জানাজা।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় উপস্থিত জমায়েতের দাবিতে ভাইরাল করা হচ্ছে।

https://www.facebook.com/reel/682660667060456

আর্কাইভ

তথ্য যাচাইঃ

ভাইরাল এই দাবির সত্যতা যাচাই প্রক্রিয়া আমরা ভিডিওটির কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, হুবহু ভাইরাল এই ভিডিওটি ‘আসাদ ফাখারুদ্দিন’ নামের এক টুইটার ব্যবহারকারীর নিউজফিডে পাওয়া যায়। ভিডিওটি তিনি পোস্ট করেছেন ১১ জুন,২০২৩, তারিখে।

আমরা জানি যে, দেলাওয়ার হোসাইন সাঈদী ১৪ আগস্ট তারিখে মৃত্যুবরন করেছেন। কিন্তু ভিডিওটি ১৪ আগস্ট তারিখ থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটি দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় উপস্থিত মানুষদের নয়।

তাহলে ভিডিওটি কোথাকার ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ‘আসাদ ফাখারুদ্দিন’ নামের ব্যাক্তির উপরোক্ত টুইটের ক্যাপশনে লেখা উর্দু বাক্য গুলোকে ট্রান্সলেট করি। যার অর্থ হয়- আজ ১০ বছর পর উন্মুক্ত সমাবেশের অনুমতি পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। …মনে হয় সারা ঢাকা আজ প্রাণবন্ত হয়ে উঠেছে। এটি শুধু একটি ভিডিও নয়, আল্লাহু আকবরের কয়েক দশক ত্যাগের একটি দৃশ্য।

ইহাকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে বেশ অনেকগুলো প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সমাবেশ করার কথা জানতে পারি। ২০১৩ সালে উচ্চ আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল এবং সেই বছরের ফেব্রুয়ারিতে এর শেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি ডানপন্থী রাজনৈতিক দল যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে মৌখিক নিশ্চিতকরণ পাওয়ার পর এক দশকের পরে প্রথমবারের মতো ১০ জুন,২০২৩, তারিখে ঢাকায় সমাবেশ করেছে। এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য ছিল কারাবন্দী দলের প্রধান শফিকুর রহমান সহ অন্যান্য সদস্যদের মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা ঢাকায় আয়োজিত সমাবেশে উপচে পড়া ভিড়ের পুরনো ভিডিওকে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় লোকের সমাগমের ভিডিও বলে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় উপস্থিত লোকের সমাগম বলে ভাইরাল

Written By: Nasim Akhtar

Result: False