চলতি যোগাযোগ মাধ্যম গুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হতে আমরা সচরাচর দেখে আসছি। সম্প্রতি একটি ছবি আমাদের নজরে পড়ে যা ফেসবুকে বিগত বেশ কয়েকবছর থেকেই বিভিন্ন পরিপ্রেক্ষিতে শেয়ার করে ভাইরাল করা হয়ে থাকে। ছবিটিতে বেশ কয়েকজন মানুষকে একটি লম্বা-চউড়া ব্যানারকে হাতে ধরে রাস্তায় প্রতিবাদ করার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ব্যানারে লেখা রয়েছে,” আমরা চাই বাংলাদেশে ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আইন করা হোক আপনারাও কি একমত..।“

আসুন আমরা আজকের এই প্রতিবেদনে ভাইরাল এই ছবির উৎস সহ প্রেক্ষাপট খুঁজে বের করি।

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের ছবিটি ভুয়া। আসল ছবির ব্যানারে থাকা লেখা গুলোকে সম্পাদিত করে এই লেখা গুলো জুড়ে দেওয়া হয়েছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

পোস্টের ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই ভাইরাল এই ছবি কেন্দ্রিক ‘মাতৃভুমির খবর’-এর প্রতিবেদন পেয়ে যায়। ২ আগস্ট,২০২২, তারিখের এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে,” দুমকিতে মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণার প্রতিবাদে মুসুল্লিদের মানববন্ধন।“

প্রতিবেদন অনুযায়ী, পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ রাজাখালী বাইতুল আমান জামে মসজিদের দরজা ও সিঁড়ি নির্মাণকে ঘিরে মসজিদের মুসুল্লিদের সাথে মসজিদ কমিটির সম্পাদক মাওঃ আশরাফ আলীর সাথে মতবিরোধ হয়েছিল। যার জেরে সম্পাদক মসজিদের নির্মান কাজ ও জুমার নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিলেন। এই ঘটনার প্রতিবাদ জানাতে এলাকার মুসুল্লিরা মাওঃ আশরাফ আলীর বিরুদ্ধে মানববন্ধনের ডাক দিয়েছিল।

প্রতিবেদন আর্কাইভ

পরবর্তীতে, ৫ আগস্ট তারিখে এক সাংবাদিক সম্মেলনে মসজিদ কমিটির সম্পাদক মাওঃ আশরাফ আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলোকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছিলেন। বিস্তারিত পড়ুন এখানে।

অন্য এক প্রতিবেদন থেকেও ভাইরাল এই ছবি কেন্দ্রিক একই তথ্য পাওয়া যায়।

নীচে ভাইরাল ফেসবুক পোস্টের ছবি ও আসল ছবির তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। লোকেদের দ্বারা ধরে থাকা ব্যানারে অন্য কিছু লেখা ছিল যা সম্পাদিত করে ‘বাংলাদেশে ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আইন করা হোক’ লেখা হয়েছে।

Avatar

Title:‘বাংলাদেশে ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আইন করা হোক’ লেখা যুক্ত ব্যানারটি সম্পাদিত

Written By: Nasim Akhtar

Result: Altered