ডোনাল্ড ট্রাম্পকে পুলিশ কর্তৃক টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল এই ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত

False International

যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দুটি ছবি বেশ ভাইরাল হচ্ছে। ছবি দুটির একটিতে তাকে পুলিশের সাথে ধ্বস্তাধস্তি করতে এবং অন্যটিতে পুলিশ তাকে নিজের অধীনে নিয়ে থাকার ভঙ্গিতে দেখা যাচ্ছে। ভাইরাল এই পোস্টে দাবি করা হচ্ছে পূর্ব আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “যুক্তরাষ্ট্রের নিজ দেশের গনতন্ত্রের নমুনা😀 একজন সাবেক প্রেসিডেন্টকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী।। তারা আবার আমাদের দেশে এসে গনতন্ত্র শিখাই!!! গনতন্ত্রের নামে আমাদের দেশে নিজেদের ঘাটি জোরদার করার প্রচেষ্টায়।“  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের ভাইরাল ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত। কাল্পনিক ভাবে নির্মিত এই ছবি দুটির বাস্তব কোন অস্তিত্ব নেই। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই  

ভাইরাল এই ছবির উৎস ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবি দুটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, অনুসন্ধানী সাংবাদিক যা ফ্যাক্ট-চেকিং এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সে বিশেষজ্ঞ সংস্থা ’বেলিংক্যাট’-এর প্রতিষ্ঠাতা এলিয়ট ওয়ার্ড হিগিন্স-এর টুইটার প্রোফাইলে এই ছবির উল্লেখ পাই। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ট্রাম্পের গ্রেপ্তারের অপেক্ষায় থাকা অবস্থায় ট্রাম্পের গ্রেপ্তার হওয়ার ছবি তৈরি করা।“  

এই টুইটের থ্রেড জুড়ে ট্রাম্পের গ্রেফতার জগতের কয়েকটি কাল্পনিক ছবিও শেয়ার করেছেন তিনি। 

একটি থ্রেডে এলিয়ট ওয়ার্ড নিজেই জানিয়েছেন, এই ছবি গুলি তিনি ’মিডজার্নি’ নামক AI টুলের মাধ্যমে তৈরি করেছেন যার ফলস্বরুপ তাকে ’মিডজার্নি’ থেকে ব্যান করা হয়েছে। 

অর্থাৎ স্পষ্ট হয় যে, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নির্মিত ডোনাল্ড ট্রাম্পের ছবিকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রেফতারের ভাইরাল ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত। কাল্পনিক ভাবে নির্মিত এই ছবি দুটির বাস্তব কোন অস্তিত্ব নেই।

Avatar

Title:ডোনাল্ড ট্রাম্পকে পুলিশ কর্তৃক টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল এই ছবিদ্বয় AI টুল দ্বারা নির্মিত

Written By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *