সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে জলের তলদেশ দিয়ে নির্মিত সুড়ঙ্গ দিয়ে চলমান যানবাহনের একটি ভিডিও শেয়ার করে সেটিকে বাংলাদেশের দাবি করে শেয়ার করা হচ্ছে। ভিডিওর সাথে যুক্ত মিউজিকের সাথে একজনকে বাংলা ভাষাতে বলতে শোনা যাচ্ছে, “হাবিবি কাম টু বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। জামাত বিপি খালি চাইয়া চাইয়া দেখ।“ এই রিল ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”হাবিবি কাম টু বাংলাদেশ“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। জলের তলদেশ দিয়ে নির্মিত এই সুড়ঙ্গটির নাম কাওহাই টানেল যা চীনের ইউনান প্রদেশের দিয়াঞ্চি হ্রদের নীচে অবস্থিত।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

পোস্টের এই ভিডিওর আসল উৎস খুঁজে বের করতে ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই একই ভিডিওটি একটি ইন্সতাগ্রাম পেজে পাই। ‘world_of_engineering_75’ নামের এই পেজ থেকে ভিডিওটি ৫ জুন,২০২৩, তারিখে পোস্ট করা হয়েছে এবং জলের তলদেশ দিয়ে চলমান সুড়ঙ্গটিকে চীনের ইউনান প্রদেশের দিয়াঞ্চি হ্রদের নিচ দিয়ে চলমান কাওহাই সুড়ঙ্গ বলে জানানো হয়। এখানে ভিডিওর সাথে যুক্ত মিউজিকটি আলাদা এবং কাওকে ‘হাবিবি কাম টু বাংলাদেশ’ বলতেও শোনা যাচ্ছে না।

এই একই সুড়ঙ্গের ভিডিও চীনের সংবাদমাধ্যম ‘People's Daily’-এর অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকেও শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,” দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের দিয়াঞ্চি হ্রদের নীচে বয়ে চলা কাওহাই টানেলে যানবাহনগুলি অদৃশ্য হয়ে যায় দেখুন।“

গুগল ম্যাপ্সের ফটো গ্যালারিতেও একই ভিডিওটি চীনের কাওহাই টানেলের বিবরনেই পাওয়া যায়। গুগল ম্যাপ্সে সুড়ঙ্গটির অবস্থানও নিশ্চিত করে জলের তল দিয়ে বয়ে যাওয়া সুড়ঙ্গের এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং চীনের।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। জলের তলদেশ দিয়ে নির্মিত এই সুড়ঙ্গটির নাম কাওহাই টানেল যা চীনের ইউনান প্রদেশের দিয়াঞ্চি হ্রদের নীচে অবস্থিত।

Avatar

Title:জলের তলদেশ দিয়ে চলমান এই সুড়ঙ্গটি চীনে অবস্থিত, বাংলাদেশে নয়

Written By: Nasim Akhtar

Result: False