
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ফুটবল তারকা দিদিয়ের দ্রগবা ইসলাম ধর্ম গ্রহন করলেন। পোস্টের ছবিতে ফুটবল তারকাকে দুয়া করার ভঙ্গিতে বসে থাকতে দেখা যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “সাবেক চেলসি ফুটবলার এবং বর্তমানে ফুটবল বিশ্লেষক Didier Drogba ইসলাম ধর্ম গ্রহন করেছেন। আলহামদুলিল্লাহ 💙“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। ফুটবল তারকা দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহন করার খবরটি সত্য নয়।

উল্লেখ্য, দিদিয়ের দ্রগবা একজন আইভোরিয়ান অবসরপ্রাপ্ত পেশাদার ফুটবলার যিনি একজন স্ট্রাইকার হিসেবে খেলেন। তিনি সর্বকালের সর্বোচ্চ স্কোরার এবং আইভরি কোস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন। তিনি চেলসিতে তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যার জন্য তিনি অন্য যেকোনো বিদেশী খেলোয়াড়ের চেয়ে বেশি গোল করেছেন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলাফলে, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তারকার ইসলাম ধর্ম গ্রহনের খবরটি মিথ্যে বলে জানানো হয়েছে। প্রতিবেদন গুলো দেখুন এখানে, এখানে, এখানে
পোস্টের এই ছবি তারকার ইসলাম ধর্ম গ্রহনের দাবিতে ভাইরাল হয়ে যাওয়াই খুদ দিদিয়ের দ্রগবা একটি টুইটের মাধ্যমে তার ইসলাম ধর্ম গ্রহনের দাবিটি মিথ্যে বলে জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ”এই গল্পটি ভাইরাল হচ্ছে 😅 কিন্তু আমি ধর্ম পরিবর্তন করিনি। আমি আমার গ্রামে বেড়াতে আসা আমার মুসলিম ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলাম। একতার মুহূর্ত। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ 🙏🏾।“
তার গ্রামে আসা মুসলিমদের নিয়ে আয়োজন সভার কিছু ছবি তিনি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। যেখানে তাকে এই পোশাকে দেখা যাচ্ছে।
তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ফুটবল তারকা দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহনের দাবিটি সত্য নয়। তারকার মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মুহূর্তের ছবিকে ভুয়া দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। ফুটবল তারকা দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহন করার খবরটি সত্য নয়।

Title:ফুটবল তারকা দিদিয়ের দ্রগবার ইসলাম ধর্ম গ্রহন করার খবরটি ভুয়া
Fact Check By: Nasim AkhtarResult: False