
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরামের ছবি যুক্ত এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ব্রেকিং নিউজ ‼️‼️ শ্রীরামের বিদায় বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে টাইগারদের নতুন কোচ হচ্ছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ❤️।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নিযুক্ত হওয়ার খবরটি সত্য নয়।

উল্লেখ্য, ক্রিকেট টি২০ বিশ্বকাপ ২০২২- জয়ী হয়েছে ইংল্যান্ড। ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে চলতি মাসের ১৩ তারিখ। এই প্রতিযোগিতায় নভেম্বর ৬ তারিখে খেলা হয়েছিল বাংলাদেশ বনাম পাকিস্তান। এই ম্যাচটি ৫ উইকেটে জয়ীলাভ করেছিল পাকিস্তান। এই ম্যাচের পরেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম একটি টক শোতে এই ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলেন, “আমি যদি বাংলাদেশের অধিনায়ক বা কোচ হতাম, আমি নিশ্চিত করতাম যে এই ছেলেরা মনোবিজ্ঞানীদের সাথে দেখা করে।“
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, এরকম কোন সংবাদমাধ্যমের প্রতিবেদন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে কোন বিজ্ঞপ্তি খুঁজে পাইনা যেখানে ওয়াসিম আকরামের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পুষ্টি করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সহ ওয়াসিম আকরামের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আকউন্টে তার বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নিযুক্ত হওয়ার ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়না।
প্রসঙ্গত, এশিয়া কাপ ২০২২ ও টি২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য শ্রীধরন শ্রীরামকে চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশের কোচ হিসেবে নিযুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন অবধি সেই চুক্তি নবনায়নের সম্পর্কিত কোন তথ্য নেই। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ম্যাচের কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন রাসেল ডমিনিগো।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নিযুক্ত হওয়ার খবরটি সত্য নয়।

Title:পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরামের বাংলাদেশ দলের কোচ নিযুক্ত হওয়ার খবরটি সত্য নয়
Fact Check By: Nasim AkhtarResult: False