ভাইরাল এই ছবিগুলো এআই নির্মিত 

False Social

সামজিক মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে রাস্তার মাঝে ফ্লাইওভারের পিলারে সমাজের বিভিন্ন বর্গের মানুষের ছবি আঁকা রয়েছে। ছবি গুলো শেয়ার করে সেগুলোকে আসল ছবি বলে দাবি করা হচ্ছে। ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমার দেশের মানুষ এত্ত ট্যালেন্টেড!’❤🇧🇩. কোনভাবেই যেন এই সৌন্দর্য নষ্ট না হয় সে দিকে বিশেষ নজর রাখতে হবে।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ছবিগুলোর বাস্তব অস্তিত্ব নেই। ভাইরাল এই ছবি গুলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI)  কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ভাইরাল এই ছবি গুলোর আসল উৎস খুঁজতে ছবিগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে দেখতে পাই ছবিগুলোতে কিছু কিছু অসঙ্গতি রয়েছে যেমন, রস্তার মাঝে দাড়িয়ে থাকা এক যুবক ঠেলা গাড়ি জাতীয় কিছু নিয়ে আছে কিন্তু তার পায়ের দিকটা, দাড়িয়ে থাকা এক যুবকের কোমর ভাঁজ হয়ে আছে, কয়েকজনের পায়ের দিক স্পষ্ট বোঝা গেলেও মাথার দিকটা স্পষ্ট নেই। তৃতীয় ছবিতে এক যুবক মইয়ের উপর দাড়িয়ে থাকার ভঙ্গিতে আছে কিন্তু তার পা মই-এ নেই, পাশেই পড়ে থাকা বস্তাগুলোর উপর কয়েক জন বাচ্চা ছেলে বসে আছে ঠিকই কিন্তু জুম করলে তা অস্পষ্ট হয়ে যাচ্ছে। চতুর্থ ছবিতে, এক যুবকের শরীর রয়েছে কিন্তু মাথা নেই। এই ধরনের অসঙ্গতি সাধারণত এআই নির্মিত ছবিতে লক্ষ্য করা যায়। 

তারপর, আমরা ভাইরাল ছবিগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনেক ফেসবুক পোস্ট পাই যেখানে ছবিগুলোকে এআই নির্মিত বলে জানিয়েছে। 

ফেসবুক পোস্ট 

তারপর আমরা ছবিগুলোকে এআই কন্টেন্ট যাচাইকারী পোর্টাল ‘হাইভ মডারেসন’-এর মাধ্যমে চেক করি। 

প্রথম ছবিঃ  

এই ছবিটি ৯৯.৯০% শতাংশ নিশ্চিত যে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা। 

দ্বিতীয় ছবিঃ 

এই ছবিটিও ৯৯.৯% নিশ্চিত যে ছবিটি এআই নির্মিত। 

তৃতীয় ছবিঃ 

চতুর্থ ছবিঃ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্যে উপনীত হয়েছে যে, ভাইরাল ছবিগুলোর বাস্তব অস্তিত্ব নেই। ছবিগুলো এআই নির্মিত। 

Avatar

Title:ভাইরাল এই ছবিগুলো এআই নির্মিত

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *