
“আমেরিকা যুক্ত রাষ্ট্রের জাতীয় নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বারের মত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে অনেক পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী।'”
ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রীঃ” “পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক স্বাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন” “এসময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন” (তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান) “ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষাৎকারে আরও বলেন বাংলাদেশ-পাকিস্তানে কি হচ্ছে আমি সব জানি” (এখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে)।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। পিবিডি পডকাস্টে তিনি এরকম কোন মন্তব্য করেননি।
তথ্য যাচাইঃ
“এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। ৩০ সেকেন্ডের এই ক্লিপে তিনি একবারও শেখ হাসিনা বা বাংলাদেশ সম্পর্কে কথা বলেননি।”
তারপর আমরা তার এই পডকাস্টের পূর্ণ ভিডিওটি খুঁজে বের করি। ১ ঘণ্টা ২৬ মিনিটের এই সাক্ষাৎকারের ভিডিওতে তিনি একবারও শেখ হাসিনার কথা বা বাংলাদেশ সম্পর্কে কিছুই বলেননি।
ট্রাম্প যদি আসলেই এরকম কোনো মন্তব্য করে থাকতেন, তাহলে তা কোনো না কোনো প্রতিবেদনে প্রকাশ পেতই পেত। কিন্তু কোনো প্রতিবেদনেই এরকম মন্তব্যের উল্লেখ পাওয়া যায় না। যা থেকে ধারণা করা যায় যে, তিনি শেখ হাসিনাকে নিয়ে এরকম কোনো মন্তব্য করেননি।
তাহলে হ্যাঁ, তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ৩১ অক্টোবর একটি টুইট করেছেন, যেখানে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা এবং বিশ্বব্যাপী হিন্দুদের অবহেলার জন্য বর্তমান প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি হিন্দু আমেরিকানদের রক্ষা করার, ভারতের সাথে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ট্যাক্স কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তার অতীতের অর্জনগুলি তুলে ধরেছিলেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম কোনো কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। ভাইরাল দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর।

Title:শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প
Fact Check By: Nasim AkhtarResult: False