আমেরিকায় ‘নো কিংস’ মার্চের ভিডিও ভুলভাবে ইরানে হামলার প্রতিবাদে হওয়া বিক্ষোভ হিসেবে শেয়ার 

False International

ইরান ইজরায়েল সংঘর্ষের মাঝে ২২ জুন ২০২৫ সালের ভোরে যুক্তরাষ্ট্র “অপারেশন মিডনাইট হ্যামার”-এর মাধ্যমে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। বি-২ বোমারু ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলায় স্থাপনাগুলিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইরানে হামলার পর ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে আমেরিকাবাসীরা। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”বড় ধরনের বিক্ষোভ হয়েছে আমেরিকায়: ইরানের উপর মার্কিন হামলার পর নাগরিকরা ক্ষোভে রাস্তায় নেমে এসেছে। আমেরিকা জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা সমস্বরে স্লোগান দিচ্ছেন: ট্রাম্পকে যেতে হবে – আমাদের নামে যুদ্ধ নয়!!!” 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটির যুক্তরাষ্ট্রের ইরানে হামলার প্রতিবাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। 

https://www.facebook.com/reel/1249040103415941  

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, একই দৃশ্য সম্বলিত একটি ইন্সটাগ্রাম পোস্ট পাওয়া যায়। ভিডিওটি ১৫ জুন, ২০২৪, তারিখে পোস্ট করা হয়েছে। যেখানে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঘটনা ঘটেছে ২২ জুনে। অর্থাৎ, প্রদর্শিত প্রতিবাদের ভিডিওটি ইরান হামলার আগের সময়ের। 

পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটিতে ১৪ জুন ২০২৫-এ সান ডিয়েগোতে হওয়া ‘নো কিংস’ নামে এক প্রতিবাদের দৃশ্য হয়েছে। এই প্রতিবাদটি ট্রাম্প সরকারের বিরুদ্ধে ছিল। পোস্টে আরও বলা হয়েছে, প্রায় ৮০,০০০ মানুষ এতে অংশ নিয়েছিল এবং সারা দেশে এমন আরও অনেক প্রতিবাদ হয়েছিল।  

https://www.instagram.com/reel/DK50fLNR6ka

উপরোক্ত তথ্যকে মাথায় রেখে গুগল সার্চ করলে ‘নো কিংস’ প্রতিবাদ নিয়ে বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনগুলো অনুযায়ী, ১৪ জুন ২০২৫-এ ‘নো কিংস’ নামে বড় প্রতিবাদ হয় সান ডিয়েগো ও যুক্তরাষ্ট্রের আরও কিছু জায়গায়। এই প্রতিবাদগুলো আয়োজন করে কিছু অ্যাক্টিভিস্ট দল। এই প্রতিবাদ ছিল ট্রাম্পের ৭৯তম জন্মদিনে ওয়াশিংটনে হওয়া আর্মি ডে প্যারেডের বিরুদ্ধে। এই প্যারেড এবং ট্রাম্প প্রশাসনের কাজকর্ম কর্তৃত্ববাদী ও দুর্নীতির পরিচয় বহন করেছিল। লস অ্যাঞ্জেলেসে হওয়া কিছু প্রতিবাদের প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়ায় মানুষের অসন্তোষ আরও বেড়ে গিয়েছিল। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ১৪ জুন,২০২৫, তারিখে আমেরিকার সান ডিয়েগোতে হওয়া ‘নো কিংস’ মার্চের ভিডিওটিকে ভুলভাবে আমেরিকার ইরানে হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের বলে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:আমেরিকায় ‘নো কিংস’ মার্চের ভিডিও ভুলভাবে ইরানে হামলার প্রতিবাদে হওয়া বিক্ষোভ হিসেবে শেয়ার 

Written By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *