সড়ক দুর্ঘটনায় আহত তারিক জামিলের ছবি ? জানুন ভাইরাল ছবির সত্যতা
যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনাগ্রস্থ এক ব্যাক্তির ছবি শেয়ার করে সেটিকে সুপরিচিত আলেম ও ধর্ম প্রচারক মাওলানা তারিক জামীল বলে দাবি করছে। ফেসবুক পোস্টের এই ছবিতে পাঞ্জাবী পরিহিত এক ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ইন্না-লিল্লাহ, 😭😢 পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেমেদ্বীন, ও দায়ী ইলাল্লাহ মাওলানা তারেক জামিল সাহেব,দা,বা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন হে মাবুদ প্রিয় শায়েখ কে আপনি দ্রুত সুস্থ করে আবার দিনের খেদমত করার তাওফিক দিন 🤲🤲আমিন 🤲🤲।“
তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভিডিওর দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। দুর্ঘটনার কবলে পড়া আলেম ব্যাক্তিটি মাওলানা তারিক জামীল নয়।
ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট
তথ্য যাচাইঃ
ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, বিশ্বাসযোগ্য কোন প্রতিবেদনে ধর্ম প্রচারক মাওলানা তারিক জামীলের দুর্ঘটনাকে ঘিরে কোন প্রতিবেদন পাওয়া যায়না। যা থেকে ধারনা হয় যে ফেসবুক পোস্টের দাবিটি বিভ্রান্তিকর।
ছবিটির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘Kohat times’ নামের ফেসবুক পেজে অনেকটা একই রকমের দেখতে দুটি ছবি পাওয়া যায়। ছবিগুলো ৩০ মে,২০১৯, তারিখে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছ,”মাওলানা আজাদ জামীল সাহেব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সকল মুসলিম উম্মাহর কাছে দোয়ার দরখাস্ত।“
আরেকটু খোঁজাখুঁজির পর ‘মাওলানা আজাদ জামীল’-এর ফেসবুক পেজে হুবহু এই ছবি সম্বলিত তিনটি ছবি পাওয়া যায়। ২০১৯ সালের এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিশিষ্ট তরুণ আলেম মাওলানা আজাদ জামীল সাহেব রোড এক্সিডেন্ট করেছেন। মাওলানা গুরুতর আহত। সকল মুসলিম উম্মাহর কাছে দোয়ার দরখাস্ত রইল।“
আর্কাইভ
মাওলানা আজাদ জামিলও একজন পাকিস্তানি আলেম যার কন্ঠস্বর এবং সুর মাওলানা তারিক জামীলের সাথে খুব মিল বলে মনে হয়।
দুর্ঘটনার পর মাওলানা আজাদ জামিল একটি টক শোতে অংশগ্রহণ করেছিল যেখানে তাকে ব্যান্ডেজরত অবস্থায় দেখা যাচ্ছে। দেখুন সেই ভিডিও-
দুর্ঘটনাগ্রস্ত রক্তাক্ত এই ছবিটি এর আগে, ২০২৩ সালে,মাওলানা তারেক জামিলের ছেলে মাওলানা ইউসুফ জামিলের নামেও ভাইরাল হয়েছিল। সেই সময় ইউসুফ জামিল একটি ভিডিও বার্তা পোস্ট করে তার দুর্ঘটনা হওয়ার দাবিটি মিথ্যা বলে জানিয়েছিলেন।
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ফেসবুক পোস্টের ছবিতে দেখতে পাওয়া রক্তাক্ত ব্যাক্তিটি মাওলানা তারেক জামিল নন।
নিষ্কর্ষঃ ফ্যাক্ট ক্রিসেণ্ডো ভাইরাল ভিডিওটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছে। ২০১৯ সালে দুর্ঘটনার কবলে পড়া মাওলানা আজাদের ছবিকে দুর্ঘটনাগ্রস্ত তারেক জামিল বলে শেয়ার করা হচ্ছে।
Title:সড়ক দুর্ঘটনায় আহত তারিক জামিলের ছবি ? জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False