
বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে বঙ্গবন্ধু কন্যার দেশ ত্যাগের পর থেকে শেখ হাসিনাকে নিয়ে অনেক বিভ্রান্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরপাক খায়। সম্প্রতি একটি ভিডিও আমাদের নজরে পড়েছে যেখানে তাকে অনেক নিরাপত্তাবাহিনীর মাঝে এক গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে। তার ছবি তোলার জন্য অনেক চিত্রগ্রাহক অপেক্ষা করছেন এবং ছবি না পেয়ে হতাশা ব্যক্ত করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তিনি সম্প্রতি কলকাতা গিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সঙ্গে বৈঠক করতে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ব্রেকিং নিউজ 🚨🚨🚨 এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বৈঠক করবেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সাথে!!”
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০১৯ সালের। ২০১৯ সালে কলকাতার ইডেনে প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট,
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওতে দেখতে পাওয়া ‘STING NEWS’ নামের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি খুঁজে দেখি। ফলে, ভিডিওর দীর্ঘ সংস্করণটি পেয়েও যায়। ভিডিওটি ২০১৯ সালের ২৩ নভেম্বরে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”কলকাতায় পা রেখে কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনুন।“
ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি ইডেনে দিবারাত্রির টেস্টের উদ্বোধন করতে কলকাতা এসেছেন।
‘প্রথম আলো’ সহ অন্যান্য প্রতিবেদন থেকেও জানতে পারি, ২০১৯ সালের ২২ নভেম্বরে কলকাতার ইডেনে অনুষ্ঠিত প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচের উদ্বোধন করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা পৌঁছেছিলেন। ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবেদন | আর্কাইভ |
সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও উপস্থাপন পাওয়া যায়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শেখ হাসিনার সম্প্রতি কলকাতা সফরের নামে ভাইরাল ভিডিওটি ২০১৯ সালের। ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত প্রথম পিঙ্ক বল টেস্ট ম্যাচের উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।

Title:২০১৯ সালে শেখ হাসিনার কলকাতা সফরের ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False