২০২১ সালের আফগানিস্তানের ছবিকে পাকিস্তানে বোমা বিস্ফোরণের দৃশ্য দাবি করে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার

International Missing Context

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে সেটিকে সম্প্রতির পাকিস্তানের বোমা বিস্ফোরণের ঘটনা দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে কয়েকজন লোক হাঁটছে। দেখে মনে হচ্ছে কোনও বিস্ফোরণে হয়েছে এই ঘরে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন। ২০২১ সালে আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাকে পাকিস্তানের ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্টআর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে খুব সহজেই এর অনুসন্ধান পাওয়া যায়। সংবাদমাধ্যম ‘ফার্স্ট পোস্ট’-এর ২০২১ সালের ১১ অক্টোবর তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানতে পারি এটি আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের ঘটনা। প্রতিবেদন এই ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ৮ অক্টোবর কুন্দুজ প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণের পর লোকজন ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। ছবির কৃতিত্ব সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন। 

সংবাদমাধ্যম ‘ডয়চে ভেলে’-এর ২০২১ সালের ৮ অক্টোবরের একটি প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত তথ্য খুঁজে পাই। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে আত্মঘাতি বোমা বিস্ফোরণে প্রায় ১০০ জন মারা যায় এবং অনেকে আহত হয়। প্রতিবেদনটি এখানে পড়ুন। 

এছাড়া, ‘আল আরাবিয়া’ এবং ‘টাইমস অফ ইসরায়েল’-এর প্রতিবেদনেও এই ছবিকে একই বর্ণনার সাথে পাওয়া যায়। 

উল্লেখ্য, ৪ মার্চ, শুক্রবার, জুম্মার দিন পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয় এবং ৫০ জন আহত হয়। বিস্তারিত পড়ুন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০২১ সালে আফগানিস্তানের একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাকে পাকিস্তানের ঘটনা দাবি করে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:২০২১ সালের আফগানিস্তানের ছবিকে পাকিস্তানে বোমা বিস্ফোরণের দৃশ্য দাবি করে বিভ্রান্তিকর পোস্ট শেয়ার

Fact Check By: Rahul A 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *