
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে দাবি করে দাবি করা হচ্ছে, হযরত মুহাম্মাদের (সা:) সম্পর্কে কটূক্তির জেরে গনপিটুনির শিকার হল নুপুর শর্মা। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে নুপুর শর্মা ভিড়ের মাঝে দাড়িয়ে রয়েছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “#আলহামদুলিল্লাহ নুপুর শর্মাকে দিল্লি মার্কেটে শপিং করতে গিয়েছিলো সেখানে জনগণের দোলাই।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। ২০০৮ সালে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে নুপুর শর্মার বিক্ষোভ প্রদর্শনের পুরনো ছবিকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখ ভারতীয় রাজনৈতিক দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা জাতীয় খবরের চ্যানেলে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদ (সা:) ও তার স্ত্রী আয়েশা সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করে। এই ঘটনার পর ওই দেশের বিভিন্ন যায়গায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। ভারত সহ বাংলাদেশেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ছবিটিকে গুগল্ রিভার্স ইমেজ সার্চ করি। স্টক ইমেজ সংস্থা গেট্টী ইমেজেস-এর গ্যালারীতে এই ছবির অনুসন্ধান পাওয়া যায়। ছবি গুলির বর্ণনা স্বরুপ লেখা রয়েছে ২০০৮ সালের ৬ নভেম্বর তারিখে নুপুর শর্মা, প্রফেসর গিলানির লেকচার চলাকালীন তার বিরুধে বিক্ষোভ দেখাতে শুরু করে।



প্রসঙ্গত, ২০০১ সালে সাংসদ হামালায় অভিযুক্ত ছিলেন ভারতের জাকির হুসেন কলেজের লেকচারার এসএআর গিলানি। ২০০৮ সালের ৬ নভেম্বর তারিখে তাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িকতার বিষয়ে বক্তব্য রাখার জন্য তাকে আহ্বান করা হয়েছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি এবং এবিভিপি সংগঠনের সদস্য নুপুর শর্মা ও অন্যান্য সদস্যরা তৎকালীন সময়ে প্রফেসরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

গুগল সহ ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি, এই মন্তব্যের পর থেকে নুপুর শর্মাকে মেরে ফেলার হুমকি পেতে থাকে। কোনও প্রতিবেদনেই নুপুর শর্মাকে মারধরের কোন প্রতিবেদনই আমরা খুঁজে পাইনা।
তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় বিক্ষোভরত নুপুর শর্মার পুরনো ছবিকে হযরত মুহাম্মাদ (সা:) বিতর্কের সাথে জুড়ে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০০৮ সালে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে নুপুর শর্মার বিক্ষোভ প্রদর্শনের পুরনো ছবিকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:নুপুর শর্মাকে গণপিটুনি দেওয়া খবরটি ভুয়া, ভাইরাল ছবিগুলি পুরনো
Fact Check By: Rahul AResult: False