ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন এবং ভালোবাসা ব্যক্ত করা হৃত্বিক রোশনের ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত
ভারতীয় মহানায়ক অভিনেতা হৃত্বিক রোশনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন এবং ভালোবাসা ব্যক্ত করছেন ভারতীয় সুপারস্টার হৃত্বিক রোশন। পোস্টের ভিডিওতে অভিনেতার গাল দুটিতে ফিলিস্তিনের জাতীয় পতাকার স্টিকার দেখা যাচ্ছে এবং ফিলিস্তনের প্রতি তার সমর্থন ও ভালোবাসার কথা ব্যক্ত করতে শোনা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” দেখো বলিউড অভিনেতা সুপারস্টার হৃত্বিক রোশন ফিলিস্তিন কথা বলছে আর আমরা ভারতের মুসলিম হয়ে কিছু বলতে পারিনি না আমদের ইমান নেই মজবুত।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। ভারতীয় সুপারস্টার অভিনেতা হৃত্বিক রোশন ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন জানিয়ে এখন অবধি কোন মন্তব্য করেনি। ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন এবং ভালোবাসা ব্যক্ত করা ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
তথ্য যাচাই
পোস্টের এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই খবর কেন্দ্রিক সংবাদ প্রতিবেদন খুঁজে দেখার চেষ্টা করি। ফলে, আমরা অভিনেতার ফিলিস্তিন সমর্থন কেন্দ্রিক কোন প্রতিবেদনই পাই না।
তারপর আমরা অভিনেতার ফেসবুক, ইন্সতাগ্রাম ও টুইটার প্রোফাইলেও তার ফিলিস্তিন সমর্থন কেন্দ্রিক কোন পোস্ট খুঁজে পাইনি। এখান থেকে ধারণা হয়ে যায় যে ভিডিওটি বিভ্রান্তিকর হওয়ার সম্ভাবনা বেশি।
তাহলে ভিডিওর উৎস ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওর কিফ্রেম নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই ধরনের একটি অভিনেতার ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২০২০ সালের ২৭ মার্চ তারিখে পোস্ট করা হয়েছে এবং ভিডিওতে তাকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সন্দেশ দিতে শোনা যাচ্ছে। এখানে তার মুখমণ্ডলে কোন ধরনের স্টিকার বা অন্য কিছু দেখা যাচ্ছে না। এই ইন্সতা ভিডিওর প্রথম ১৮ সেকেন্ডের পর থেকে বাকি ১৯ সেকেন্ড ভিডিওটুকু ভাইরাল অংশ। এখান থেকে স্পষ্ট হয় যে করোনা ভাইরাসের সাথে লড়াই করার সন্দেশ মুলক এই ভিডিওটিকে এডিট করে ফিলিস্তিনের সমর্থনমুলক মুলক বাক্য গুলো এবং তার মুখমণ্ডলে ফিলিস্তিনের জাতীয় পতাকা লোগো জুড়ে দেওয়া হয়েছে।
নীচে তুলনামূলক ভিডিওটি দেখুনঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ভারতীয় সুপারস্টার অভিনেতা হৃত্বিক রোশন ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন জানিয়ে এখন অবধি কোন মন্তব্য করেনি। ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন এবং ভালোবাসা ব্যক্ত করা ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
Title:ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন এবং ভালোবাসা ব্যক্ত করা হৃত্বিক রোশনের ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered