
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইজরায়েলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে প্যালেস্তাইনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি কারখানায় বা কোনও প্ল্যান্টে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর দেখা যাচ্ছে একটি বিশাল বিস্ফোরণ হয়। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “আল্লাহর গজব শুরু হয়েছে… : ইসরায়েলের গ্যাস ফিল্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকান্ডের ভিডিওকে ইসরায়েলের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন প্যালেস্তাইনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। অবশেষে, ২১ মে ইসরায়েল প্রশাসন এবং হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলে কয়েকটি ফ্রেমে ভাগ করে গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে ‘Risk Prom’ নামে একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতে পাই। ২০১৩ সালে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা রয়েছে “২০১১ টেক্সাস রাসায়নিক কারখানায় আগুন – অক্টোবর ৩ ২০১১”।
এরপর প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর ২০১১ সালের ৪ অক্টোবর আপলোড করা এই ঘটনার অন্য একটি ভিডিও দেখতে পাই যার শীর্ষকে লেখা রয়েছে “ট্রেক্সাস রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন”।
এরপর সংবাদমাধ্যম ‘দ্যা ওয়াল স্ট্রীট জার্নাল’ ২০১১ সালের ৩ অক্টোবরের একটি ভিডিও দেখতে পাই যার সাথে ভাইরা ভিডিওর প্রচুর মিল পাওয়া যায়। এই প্রতিবেদনে লেখা রয়েছে এট টেক্সাসের ডালাস শহরের ঘটনা। অয়াক্সাহ্যাচি এলাকার ম্যাগনাব্লেন্ড প্ল্যান্ট আগুনে ভস্ম হয়ে যায়। যদিও কোনও মৃত্যু বা আহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া সিবিএস নিউজ এবং রয়টার্স সহ আরও বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঘটনার খবর দেখতে পাই। অনেকগুলি ইউটিউব ভিডিওতেও এই অগ্নিকান্ডের অনেকগুলি ভিডিও দেখতে পাই।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাস শহরের একটি রাসায়নিক প্ল্যান্টে অগ্নিকান্ডের ঘটনাকে ভুয়ো ইসরায়েল–প্যালেস্তাইন সংঘর্ষের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:পুরনো ভিডিওঃ না, এটি ইসরায়েলের কোনও অগ্নিকান্ডের ঘটনার নয়
Fact Check By: Rahul AResult: False