না, ফিলিস্তিনের সমর্থনে সম্প্রতি শ্রীলঙ্কায় এই সমাবেশ হয়নি
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে ফিলিস্তিনের সমর্থনে শ্রীলঙ্কায় প্রতিবাদ মিছিল করা হয়েছে । পোস্ট করা ছবিটি লক্ষ্য করলে দেখতে পাই বেশ কয়েকটি তিন-চাকা অটো গাড়ি সারি সারি ভাবে দাড়িয়ে আছে এবং ফিলিস্তনের সমর্থনে ও দুই দেশের পতাকা যুক্ত বড় বড় পোস্টার লাগানো রয়েছে ওই গাড়িগুলোর পেছনে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে “ শ্রীলঙ্কান একটি প্রতিবাদের দৃশ্য...🥀”।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি এই দাবি ভুয়ো ও ভিত্তিহীন। ২০১৮ সালের পুরনো ছবিকে ইজরায়েল–ফিলিস্তিন সংঘর্ষের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে ইসরায়েল ও গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পাল্টাপাল্টি হামলা চলে। ইসরায়েলের হামলায় অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধশতাধিক শিশু রয়েছে। অপর দিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১৩ জন নিহত হয়েছেন। অবশেষে, ২১ মে ইজরায়েল প্রশাসন এবং হামাস দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে ‘ডেইলি এফ টি’ সংবাদ মাধ্যমের ১৫ মে, ২০১৮, তারিখের একটি প্রতিবেদনে এই ছবি দেখতে পাই। ফিলিস্তিনদের স্বদেশে ফিরে আসার অধিকারকে সমর্থন জানিয়ে শ্রীলাঙ্কার প্রধানমন্ত্রী ‘মাহিন্দা রাজাপক্ষ’ তিন চাকার গাড়িতে পতাকা নিয়ে একটি সমর্থন সমাবেশ করেন।
এছাড়া, টুইটারে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এই সমাবেশ এর একটি ভিডিও পাই এবং দেখতে পাই ভিডিওটি ২০১৮ সালের ১৪ মে আপলোড করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৮ সালের পুরনো ছবিকে সম্প্রতি ঘটা ইসরায়েল–ফিলিস্তিন সংঘর্ষের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
Title:না, ফিলিস্তিনের সমর্থনে সম্প্রতি শ্রীলঙ্কায় এই সমাবেশ হয়নি
Fact Check By: Rahul AResult: Misleading