
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৯ সালের একটি ভিডিও শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে ঢাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়ায় ছাত্রলীগের একজনকে হাতেনাতে ধরা হল। ভিডিওতে দেখা যাচ্ছে একজন কিশোর ছেলেকে অনেকগুলি লোক চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে
“আজ বাসে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে আগুন দেওয়ায় একজনকে হাতেনা ধরে ফেলেছে জনতা বেরিয়ে এসেছে গোপন রহস্য”।
উল্লেখ্য, বাংলাদেশে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) কমপক্ষে নয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনার খবর এখন পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সন্দেহভাজন হিসাবে এপর্যন্ত ১০জনকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে নয়টি ঘটনার ব্যাপারে ঢাকার বিভিন্ন থানায় অগ্নিসংযোগে এবং নাশকতার অভিযোগে মামলা করা হচ্ছে।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। এটি ২০১৯ সালের ভিডিও। এর সাথে ঢাকার বাস পুড়ে যাওয়ার ঘটনার সাথে কোনও সম্পর্ক নেই।
তথ্য যাচাই
ভিডিওটিকে ‘ইনভিড ইউ ভেরিফাই’ টুলে কয়েকটি ফ্রেমে ভাগ করে রিভার্স ইমেজ সার্চ করে কোনও যথাযথ ফলাফল পাওয়া যায়না। এরপর বিভিন্ন রকম কিওয়ার্ড সার্চ করে ফেসবুকে এই ভিডিওটিকে দেখতে পাওয়া যায়। ২০১৯ সালের ২০ মার্চ এই ভিডিওটিকে শেয়ার করা হয়েছে এবং পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন নষ্টের পয়তারা করছে ছাত্রলীগ। ছাত্রদের হাতে আটক একজনের স্বীকারোক্তি। ভিডিওটি শেয়ার করুন। #নিরাপদ সড়ক চাই।
আরও দেখতে পাই, ২০১৯ সালে এই ভিডিওটিকে একই ক্যাপশনের সাথে আরও অনেকেই শেয়ার করে।
এতে স্পষ্ট হয়ে যায় এটি সম্প্রতির ঘটনা নয়। ফেসবুকে এই ভিডিওটির ক্যাপশনে অনুযায়ী এটি ২০১৮-২০১৯ সালের ‘নিরাপদ সড়ক আন্দোলনে’ ঘটনার ভিডিও। যদিও আমরা স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ২০১৯ সালের একটি ভিডিওকে ভুয়ো দাবির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হচ্ছে।

Title:এই ভিডিওর সাথে ঢাকার ৯টি বাসে অগ্নিসংযোগের কোনও সম্পর্ক নেই
Fact Check By: Rahul AResult: False