সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট শেয়ার করে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ছবিকে জো বাইডেন বলে দাবি করা হচ্ছে। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে অভিনন্দন জানাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ম্যালকম টার্নবুলের একটি ছবি শেয়ার করে এই ভুয়ো দাবি করা হচ্ছে। ছবির সাথে ক্যাপশনে লেখা রয়েছে,
আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। আমরা আশা রাখি জো বাইডেন, শান্তির দুত হয়ে,পৃথিবিকে নুতন ধারা নেতৃত্ব দিবেন। জয় হউক বাইডেনের আগামির পথ চলা।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে অভিনন্দন জানাতে গিয়ে বাইডেনের যায়গায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ছবি শেয়ার করা হচ্ছে।

Biden Sheikh Haseena claim.png
ফেসবুক আর্কাইভ

তথ্য যাচাই

ছবিটি দেখেই আমরা বুঝতে পারি শেখ হাসিনার সাথে যাকে দেখা যাচ্ছে তিনি জো বাইডেন নন। ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই খুব এর অনুসন্ধান পেয়ে যাই। সংবাদমাধ্যম ‘ফাইনান্সিয়াল এক্সপ্রেস’- এর ২০১৮ সালের ২৯ এপ্রিলের একটি প্রতিবেদনে পোস্টের ছবিটি দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটি পড়ে জানা যায়,
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Haseena Aus.png
প্রতিবেদনআর্কাইভ

এরপর কিওয়ার্ড সার্চ করে ম্যালকম টার্নবুলের অফিসিয়াল ওয়েবসাইটে শেখ হাসিনার সাথে তার সাক্ষাতের বিষয়ে লেখা একটি প্রেস বিবৃতি জাতীয় একটি প্রতিবেদন দেখতে পাই। ২০১৮ সালের ২৮ এপ্রিল এটি প্রকাশ করা হয়েছিল। এই প্রতিবেদনটির শিরোনামে লেখা রয়েছে, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই সপ্তাহে আমরা সাক্ষাৎ করেছি, গ্লোবার সামিট অফ ইউমেন ২০১৮ এর জন্য তিনি সিডনী এসেছিলেন”।

Malcom.png
প্রেস বিবৃতি আর্কাইভ

এরপর জো বাইডেনের ছবির সাথে পোস্টের ছবি পাশাপাশি রেখে তুলনা করে স্পষ্ট হয়ে যায় এটি নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতির ছবি নয়।

Joe Hasena.jpg

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ছবিকে জো বাইডেন দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে

Avatar

Title:না, শেখ হাসিনার সাথে এটি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন নয়

Fact Check By: Rahul A

Result: False