২২ জানুয়ারি তারিখে ভারতের অযোধ্যা রাম মন্দিরে রাম লাল্লা তথা হিন্দু দেবতা শ্রী রামের মূর্তি রেখে অর্ধ নির্মিত মন্দিরের উদ্বোধন করা হয়েছে। অযোধ্যার ২.৭৭ একরের এই জায়গা দীর্ঘদিন ধরেই বিবাদের কারন হয়ে রয়েছে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মাঝে। ১৯৯২ সালে বিশ্ব হিন্দু পরিষদ সহ ডানপন্থাগামী কিছু মতাদর্শদের দ্বারা সেখানে থাকা বাবরি মদজিদ ধ্বংস করা হয়েছিল যার দরুন পুরনো ভারত জুড়ে এক ধরনের হিংসার পরিবেশ তৈরি হয়েছিল। দীর্ঘ দিনের এই বিবাদের সমাপ্তি ঘটায় সুপ্রিম কোর্ট। ৯ নভেম্বর,২০১৯, তারিখের রায়ে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ স্থিত জায়গায় রাম মন্দির নির্মাণের আদেশ দেই এবং সাথে এও জানায় যে অযোধ্যায় মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য ৫ একর জায়গার ব্যাবস্থা করে দিবে উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দির নির্মাণের এই প্রসঙ্গে একটি ছবি শেয়ার করে সেটিকে বাবরি মসজিদ দাবি করা হচ্ছে। ছবিতে পুরনো এবং ভগ্নপ্রায় ঐতিহাসিক জায়গায় প্রচুর সংখ্যায় লোককে সেজদারত অবস্থায় দেখা যাচ্ছে।

ছবিটি শেয়ার ক্যাপশনে লেখা হয়েছে,”আজ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হলো ।মুসলমানদের মসজিদ জুলম করে কেরে নিলেন। এই ক্ষত মুসলমানের মনে থাকবে সারাজীবন। উপমহাদেশের দুইটি বড় সম্প্রদায়ের মাঝে এই ফাটল কমবে না।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। দিল্লীর ফিরোজ শাহ ফোর্টে নামাজ আদায়ের ছবিকে ভুয়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

ছবি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। স্টক ইমেজ সংস্থা ‘গেটটি ইমেজ’ সহ ‘storyateverycorner’ নামক সাইট সহ ভিন্ন কিছু ওয়েবসাইটে একই জায়গার ছবি পাওয়া যায়। সব জায়গায় ছবিটিকে দিল্লীর ফিরোজ শাহ ফোর্ট বলে জানানো হয়েছে।

ফেসবুক পোস্টের ভাইরাল ছবিটি এসোসিয়েট প্রেস-এর ওয়েবসাইটে পাওয়া যায়। ছবির সাথে দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি ২০০৮ সালের ৯ ডিসেম্বর তারিখের তোলা। মুসলমানরা নয়াদিল্লির ফিরোজশাহ কোটলা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করছিলেন।

গুগল ম্যাপ্স আমাদের নিশ্চিত করে যে ছবিতে দেখতে পাওয়া ভগ্নপ্রায় জায়গাটি দিল্লীর ফিরোজ শাহ ফোর্ট।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ছবির মসজিদটি বাবরি মসজিদ নয়, দিল্লীর ফিরোজ শাহ কোটলা ফোর্ট মসজিদ।

Avatar

Title:দিল্লীর ফিরোজ শাহ কোটলা মসজিদে নামাজরত মুসল্লিদের ছবিকে বাবরি মসজিদের দৃশ্য দাবি করে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False