বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় লাভ করে পঞ্চমবারের মত সরকার গঠন করতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বয়কট করা সত্ত্বেও ভোট গ্রহনের প্রক্রিয়া রুখে দাড়াইনি। বাকি ৬৫ আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী এবং ১১টি আসনে জয়লাভ করেছে জাতীয় পার্টি। জাতীয় নির্বাচনের আবহে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ৪ মিনিটে ৫০টি ভোট দিয়েছেন একজন মহিলা। পোস্টের এই ভিডিওতে মহিলা নিজেকে ফাতিমা খাতুন বলে পরিচয় দিচ্ছেন এবং বলছেন তিনি ৪ মিনিটে ৫০টি ভোট দিয়েছেন।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,” ৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত দিমু?।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ২০২৩ সালের জুলাই মাসে ঢাকা-১৭ কেন্দ্রের উপনির্বাচনে মহিলা কর্তৃক অবৈধভাবে ভোট দেওয়ার স্বীকৃতি প্রদানের ভিডিওকে জাতীয় নির্বাচনের আবহে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে bnpbd.org এর ওয়াটারমার্ক এবং ডান-উপর কোনায় ‘বিএনপি’ দলের লোগো। তাছাড়া, ০:০৬ মিনিটে বাম-উপর কোনায় ‘ঢাকা-১৭ উপ-নির্বাচন’ লেখাটি ভেসে উঠতে দেখা যায়। এই গুলো তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে হুবহু এই ভিডিওটি ‘বিএনপি’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সহ তাদের ফেসবুক পেজেও পাওয়া যায়। ২০ জুলাই,২০২৩, তারিখে আপলোড করে শীর্ষকে লেখা হয়েছে,” ৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত ভোট দিমু? (ঢাকা ১৭ আসনের একজন মহিলা ভোটার)।“

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানের মৃত্যুর পর ১৭ জুলাই,২০২৩, তারিখে সেই আসনে উপনির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এই নির্বাচনে আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ এ আরাফাত জয়ী হয়েছিলেন।

যা থেকে জলের মত পরিষ্কার হয়ে যায় যে ভিডিওটি দ্বাদশ জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত নয়। ভিডিওর মহিলাটি ঢাকা-১৭ কেন্দ্রের উপনির্বাচনে ভোট দেওয়ার কথা বলছেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ঢাকা-১৭ কেন্দ্রের উপনির্বাচনের সময়ের ভিদিওকে জাতীয় নির্বাচনের আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:মহিলা কর্তৃক ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়ার ভিডিওটি দ্বাদশ জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত নয়

Written By: Nasim Akhtar

Result: Missing Context