
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মেসি-নেইমার একসাথে বসে জাকির নায়েকের কণ্ঠে কোরআনের আলোচনা শুনছেন। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, নেইমার এবং মেসি কোন এক সভাই পাশাপাশি বসে আছেন। শোনা যাচ্ছে জাকির নায়েকের কণ্ঠে কোরআনের কেন্দ্রিক আলোচনা।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “মেসি_নেইমার_একসাথে_বসে_কোরানের_আলোচনা_শুনতাছে_ড._জাকির_নায়েক_এর_কন্ঠে_ 🥰😇।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। লন্ডনে অনুষ্ঠিত ’দি বেস্ট ফিফা ফুটবল পুরস্কার ২০১৭’-এর সভায় মেসি-নেইমারের পাশাপাশি বসে থাকার ভিডিওকে সম্পাদিত করে জাকির নায়েকের কোরআন কেন্দ্রিক আলোচনার অংশ জুড়ে ভুয়া পোস্ট শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, মেসি নেইমারের পাশাপাশি বসে থাকার ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করনটি খুব সহজেই পাওয়া যায়। ফিফা-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি ২৪ অক্টোবর,২০১৭, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর বর্ণনা অনুযায়ী, ভিডিওটি ২০১৭ সালের বেস্ট ফিফা অ্যাওয়ার্ড সভার। সেই বছর ফিফা বেস্ট খেলোয়াড় এবং বেস্ট কোচ নির্বাচিত হয়েছিল যথাক্রমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জিনেদিন জিদান। ২ ঘণ্টা ১৫ মিনিটের দীর্ঘ এই ভিডিওর ১ ঘণ্টা ২৬ মিনিট ৫২ সেকেন্ডের পরের থেকে কিছু অংশ ভাইরাল ভিডিওর অংশ । সেই সময় মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বক্তব্য রাখছিল। দেখুন এখানে

এখান থেকে স্পষ্ট হয়ে যায়, মেসি নেইমার যেই সভাতে পাশাপাশি বসে আছে সেটা জাকির নায়েকের ধর্মীয় আলোচনার সভা নয়। সেটি ২০১৭ সালের ফিফার অ্যাওয়ার্ড সভার।
ভাইরাল ভিডিওতে শূনতে পাওয়া জাকির নায়েকের কণ্ঠে কোরআন কেন্দ্রিক আলোচনা অডিও ক্লিপটি যেই ভিডিও থেকে নেওয়া হয়েছে সেই ভিডিওটি নীচে দেখুন। ৪ ঘণ্টা ৫৭ মিনিট ৩৭ সেকেন্ডের দীর্ঘ এই আলোচনা সভার ৬:১৫ মিনিট থেকে পরের ১৩ সেকেন্ড ভাইরাল ভিডিওর অংশ। দেখুনঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। লন্ডনে অনুষ্ঠিত ’দি বেস্ট ফিফা ফুটবল পুরস্কার ২০১৭’-এর সভায় মেসি-নেইমারের পাশাপাশি বসে থাকার ভিডিওকে সম্পাদিত করে জাকির নায়েকের কোরআন কেন্দ্রিক আলোচনার অংশ জুড়ে ভুয়া পোস্ট শেয়ার করা হচ্ছে।

Title:মেসি,নেইমার একসাথে বসে জাকির নায়েকের কণ্ঠে কোরআনের আলোচনা শুনছেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: Altered