নামাজরত অবস্থায় বোমা বিস্ফোরণের পুরনো ভিডিওটি আফগানিস্তানের, ফিলিস্তিনের নয়
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে ফিলিস্তিনের বলে দাবি করা হচ্ছে। ভিডিওর উপর লেখা হয়েছে,”ফিলিস্তিনে নামাজের সময় বোমা বিস্ফোরণ তবু নামাজ ছাড়েনি।“ ভিডিওতে দেখা যাচ্ছে কাতারে কাতারে বেশ কিছু মানুষ নামাজ পড়ছে। রুকু থেকে উঠে সেজদাই যাওয়ার সময় একটি বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। তাতে মুসল্লিগণ তাদের নামাজ বজায় রাখেন কিন্তু একজন ব্যাক্তি সেই আওয়াজে ভয়ে ব্যাতিব্রস্ত হয়ে পড়ে এবং নামাজ ছেড়ে দেই।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। নামাজরত অবস্থায় বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঘটেছিলো।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কিফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু ভাইরাল এই ভিডিওটি আফগানিস্তানের সংবাদ মাধ্যম ‘TOLOnews’-এর এক্স (টুইটার) প্রোফাইলে পেয়ে যায়। ২০২১ সালের ২০ জুলাই তারিখে পোস্ট করা এই এক্স পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” জাতীয় টিভির ভিডিওতে আজ সকালে ঈদের নামাজের সময় রাষ্ট্রপতির প্রাসাদের কাছে রকেট অবতরণের মুহূর্ত দেখা গেছে।“
এটিকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতেই ভাইরাল ভিডিওকে ঘিরে অনেক সংবাদ প্রতিবেদন ও সংবাদ উপস্থাপন পাওয়া যায় এবং সবগুলো প্রতিবেদনেই ভিডিওটিকে আফগানিস্তানের বলে জানানো হয়েছে। আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনের কাছে ২০২১ সালের ‘ইদ-উল-আজহা’র নামাজ পরার সময় এই বোমা হামলা করা হয়েছিল। এই নামাজে উপস্থিত ছিলেন আফগানিস্তানের পূর্ব রাষ্ট্রপতি আশরাফ গণি।
অন্যান্য প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে
তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি ফিলিস্তিনের নয় বরং আফগানিস্তানের।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। নামাজরত অবস্থায় বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঘটেছিলো, ফিলিস্তিনে নয়।
Title:নামাজরত অবস্থায় বোমা বিস্ফোরণের পুরনো ভিডিওটি আফগানিস্তানের, ফিলিস্তিনের নয়
Written By: Nasim AkhtarResult: False