দুটি ভিন্ন ঘটনার ছবির কোলাজকে বানোয়াট গল্পের সাথে শেয়ার
যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩টি ছবির কোলাজ ফটো শেয়ার করে দাবি করা হচ্ছে, মাইক বন্ধ না করেই বিমান সেবিকার সম্বন্ধে মন্তব্যের পর মাইক বন্ধের জন্য দৌড়াতে গিয়ে এক শিশুর পায়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যাওয়ার পর লজ্জিত এয়ার হোস্টেস (বিমান সেবিকা)-এর ছবি।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ফ্লাইটে পাইলট ঘোষণা করলো, আধা ঘণ্টার মধ্যে আমরা ল্যান্ড করতে যাচ্ছি।🙂 একথা বলার পর কিন্তু পাইলট মাইক বন্ধ করতে ভুলে গেলো এবং পাশে থাকা পাইলটকে বললো, এখন আমি প্রথমে গরম চা খাবো তারপর এয়ার হোস্টেস কে চুমু খাবো।🐸🫠 একথা শুনে এয়ার হোস্টেস মাইক বন্ধ করার জন্য দৌড়াতে গিয়ে এক শিশুর পায়ে হোঁচট খেয়ে নিচে পড়ে গেলো। শিশুটি বলল, আপনার এতো ভেতরে যাওয়ার তাড়া কিসের!ও আগে চা খাবে বললো শোনোনি? 🙃🤣 মেনশন করুন, পাইলট আর এয়ার হোস্টেজ কে?।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি পোস্টের দাবিটি মিথ্যা। দুটি ভিন্ন ঘটনার ছবির কোলাজকে মনগড়া গল্পের সাথে শেয়ার করা হয়েছে।
ফেসবুক পোস্ট | আর্কাইভ |
তথ্য যাচাইঃ
প্রথম ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই বেশ কিছু ওয়েবসাইটে এই ছবিকে ঘিরে প্রতিবেদন পাওয়া যায়। ‘দি ওয়াল স্ট্রীট জার্নাল’-এর ১২ ডিসেম্বর, ২০১৪, তারিখের প্রতিবেদন অনুযায়ী, বিমানযাত্রী ও এয়ার হোস্টেসের মধ্যে এক বিবাদের জেরে যাত্রী এয়ার হোস্টেসের মুখে গরম পানি ছুঁড়ে দিয়েছিল। ঘটনাটি ঘটেছিলো এয়ার এশিয়ার ফ্লাইট FD9101 বিমানে। বিমানটি চীনের ব্যাংকক থেকে নানজিং যাচ্ছিল।
অন্যান্য প্রতিবেদনগুলো থেকেই একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনগুলো দেখতে ক্লিক করুন এখানে, এখানে।
পোস্টের অন্য ছবিগুলোকে ঘিরে ‘ইন্ডিয়া টুডে’ সহ ‘এক্সপ্রেস’-এর মত কিছু সংবাদপ্রতিবেদন পাওয়া যায়। ২২ জুলাই,২০১৬, তারিখের এই প্রতিবেদনগুলো অনুযায়ী, রাশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট একটি নিরাপত্তা ড্রিল করার সময় কিছু ফুটবল ভক্তদের দ্বারা হাস্যকরভাবে বিভ্রান্ত করা হচ্ছিল।
নীচের ভিডিওতে ভাইরাল ছবির দৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, দুটি পুরনো এবং ভিন্ন ঘটনার ছবির কোলাজকে মনগড়া দাবির সাথে শেয়ার করা হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। দুটি পুরনো এবং ভিন্ন ঘটনার ছবির কোলাজকে মনগড়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
Title:দুটি ভিন্ন ঘটনার ছবির কোলাজকে বানোয়াট গল্পের সাথে শেয়ার
Written By: Nasim AkhtarResult: False