সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেম একটি ছবি শেয়ার করে সেটিকে আমেরিকার হন্ডুরাসে মৎস্য বৃষ্টির দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটি পিচের রাস্তার ওপর প্রচুর মাচ পড়ে রয়েছে। ছবির ওপরেই লেখা রয়েছে, “প্রতিবছর আকাশ থেকে বৃষ্টির মতো ঝড়ে পড়ে মাছ এই শহরে।“

পোস্টের ক্যাপশনে লম্বা ক্যাপশনে লেখা রয়েছে, “প্রতিবছর আকাশ থেকে বৃষ্টির মত ঝরে পড়ে মাছ এই শহরে! বছরের নির্দিষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। এলাকায় মৎস্য বৃষ্টি নামেই এই ঘটনা পরিচিত। শুনতে নিশ্চয়ই অবাক লাগছে। কিন্তু এই ধরাধামে এমন ঘটনা বাস্তবে ঘটে। মধ্য আমেরিকার হন্ডুরাসে ইয়োরো এলাকায় বছরে দু’বার আকাশ থেকে ঝরে পড়ে শত শত মাছ। আরও অদ্ভুত বি’ষয় হল এই ইয়োরো এলাকা সমুদ্র থেকে যোজন মাইল দূরে অবস্থিত। তবে এ ঘটনা এই এলাকায় মোটেই নতুন নয়। ১৮০০ সাল থেকে প্রত্যেক বছর মে থেকে জুন মাসের মধ্যে এমনটা হয়ে থাকে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং ভুয়ো। ২০১৫ সালে চিনে একটি মাছবাহি ট্রাক দুর্ঘটনার ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

download - 2021-10-02T174902.832.png
ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ভারতীয় সংবাদ মাধ্যম ‘ফার্স্ট পোস্ট’-এর ২০১৫ সালের একটি প্রতিবেদনে এর অনুসন্ধান পাই। চিনের কাইলি শহরে মালবাহী একটি ট্রাক দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬,৮০০ কেজি ক্যাটফিশ (শিঙি – মাগুর জাতীয় মাছ) রাস্তায় পড়ে যায়। এত বেশি পরিমান মাছ পড়ে যাওয়ায় রাস্তা ক্যাটফিশে ভরে যায়।

14386115-397f31365adec510ff616ca34b5d1c94.png
প্রতিবেদন আর্কাইভ

এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘টাইম’-এর ২০১৫ সালের একটি প্রতিবেদনে হুবহু ভাইরাল ছবিটিকে খুঁজে পাওয়া যায়। এই খবরেও বলা হয়, চিনের গুইঝো প্রদেশের কাইলি শহরে একটি ট্রাক দুর্ঘটনায় ১৫০০০ পাউন্ড অর্থাৎ ৬৮০০ কেজি ক্যাটফিশ রাস্তায় পড়ে যায়। এলাকার অনেকে বাসিন্দা রাস্তায় পড়ে থাকা মাছ বাড়িতে নিয়ে যায়।

14386277-155f036ac5c5d306dcd82212544f7617.png
প্রতিবেদন আর্কাইভ

স্টক ছবির সংস্থা ‘গেট্টি ইমেজেস’-এর ওয়েবসাইটেও এই একই ছবি দেখতে পাই এবং সেখানেও এটিকে চিনের ট্রাক দুর্ঘটনা বলে দাবি করা হয়েছে।

কিওয়ার্ড সার্চ করে দেখতে পাই আমেরিকার হন্ডুরাস প্রদেশের ইয়োরো শহরে মৎস্য বৃষ্টির অনেক খবর দেখতে পাওয়া। এটিকে ‘লুভিয়া ডি পেসেস’ বলা হয়। এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে বিভিন্ন রকম ব্যাখা রয়েছে। সংবাদ মাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এ এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখতে পাই যার শিরোনামে লেখা রয়েছে, “প্রতি বছর, আকাশ থেকে মৎস্য বৃষ্টি, ভিন্ন ভিন্ন ব্যাখা (ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করা)।“

ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র একটি প্রতিবেদনেও এই খবর দেখতে পাওয়া যায়। স্পষ্টভাবেই বলা যেতে পারে চিনের একটি ছবিকে শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৫ সালে চিনে একটি মাছবাহি ট্রাক দুর্ঘটনার ছবিকে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:চিনের ট্রাক দুর্ঘটনার ছবিকে হন্ডুরাসের মৎস্য বৃষ্টি বলে ভুয়া দাবি করা হচ্ছে

Fact Check By: Rahul A

Result: Partly False